ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিল্লীতে নতুন বাড়িতে উঠবেন প্রণব মুখার্জী

প্রকাশিত: ০৫:৫১, ২২ জুলাই ২০১৭

দিল্লীতে নতুন বাড়িতে উঠবেন প্রণব মুখার্জী

পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নিয়ম অনুযায়ী, দিল্লীর রাষ্ট্রপতি ভবন ছাড়তে হবে তাকে। তারপর কোথায় উঠবেন প্রণব মুখার্জী তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। খবর ইকোনমিক টাইমস অনলাইনের। বাংলাদেশের নড়াইল জেলার জামাই ও ভারতের প্রথম বাঙালী হিসেবে দেশটির ১৩তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জী। তার পরবর্তী ঠিকানা দিল্লীর ১০ রাজাজি মার্গ। বাড়িটির আয়তন প্রায় ১২ হাজার বর্গফুট। মেরামতের কাজ প্রায় শেষদিকে। ওই বাড়ির বড় একটি অংশ প্রণব মুখার্জীর সংগ্রহে থাকা বই রাখার উপযোগী করে তোলা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জী কি কি সুবিধা পাবেন, সে ব্যাপারে উল্লেখ আছে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত ‘প্রেসিডেন্ট ইমলিউমান্টস এ্যাক্ট ১৯৫১’-তে। খুনের সাক্ষী টিয়া পাখি স্বামীকে গুলি করে মেরে ফেলার অভিযোগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক নারী দোষী সাব্যস্ত হয়েছেন। এ ঘটনার সাক্ষী ওই দম্পতিরই পোষা টিয়া পাখি। ২০১৫ সালে ওই নারী পাখিটির সামনেই গুলি করে স্বামীকে হত্যা করেন। পরবর্তীতে পাখিটি স্বামীর গলা নকল করে বলতে থাকে ‘ডোন্ট শূট’। পাখিটি হত্যার রাতে দম্পতির ঝগড়া শুনেছিল। তারপর সে তাদের বলা কথাবার্তাই বলছে। বিবিসি নীল আর্মস্ট্রংয়ের ব্যাগ নিলামে বিক্রি নভোচারী নীল আর্মস্ট্রংয়ের ব্যবহৃত একটি ব্যাগ নিউইয়র্কে নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। ১৯৬৯ সালের প্রথম চন্দ্রাভিযানে এ ব্যাগে করে তিনি চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেন। সাদা ব্যাগটির গায়ে এখনও চাঁদের ধুলা এবং ছোট ছোট পাথরের দাগ লেগে আছে। নীল আর্মস্ট্রং, এ্যাডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স এ্যাপলো-১১ যানে চাঁদে যান এবং অভিযান শেষে নিরাপদে পৃথিবীতে অবতরণ করেন। -সিবিএস নিউজ
×