ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে ট্রাম্পের ছয় মাস...

প্রকাশিত: ০৫:৫০, ২২ জুলাই ২০১৭

হোয়াইট হাউসে ট্রাম্পের ছয় মাস...

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ছয় মাসের দিনপঞ্জি বিভিন্ন কেলেঙ্কারি, নৈরাজ্য ও অবমাননাকর ঘটনার পুঞ্জীভূত সমষ্টি যা সংশোধনের কোন লক্ষণ নেই এবং অচিরেই তার পুরো প্রশাসনকে অকেজো করে দিতে পারে। খবর এএফপির। হোয়াইট হাউসে অবস্থানকালে সকল মার্কিন প্রেসিডেন্ট কমবেশি সঙ্কটের সম্মুখীন হয়েছেন। যেমন আব্রাহাম লিঙ্কনকে রক্তাক্ত গৃহযুদ্ধ, বিল ক্লিনটনের বিরুদ্ধে নারীঘটিত কেলেঙ্কারি এবং বারাক ওবামাকে আমেরিকার পূর্ব উপকূলজুড়ে ব্যাপক তেল নিঃসরণ সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো কোন প্রেসিডেন্টকেই সমস্যা মাথায় করে নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে এবং বিগত ছয় মাসের প্রতিটি দিন নিত্যনতুন সমস্যার মধ্যে অতিবাহিত করতে হয়নি। এ প্রসঙ্গে প্রিন্সটন ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেন, হোয়াইট হাউসের প্রথম দিনটিই তার কেলেঙ্কারির কালিমায় ঢাকা- যা শুভ লক্ষণ নয়, তার কোন আইনী পদক্ষেপ বিতর্ক মুক্ত নয়, ছয় মাসের মধ্যে তার প্রতি জনসমর্থন সর্বনিম্নে, রিপাবলিকান সদস্যরা তার পক্ষ ত্যাগ করে চলে যাচ্ছে এসব কিছুই কাক্সিক্ষত নয়। চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করে ঘোষণা দেন, ওয়াশিংটনের প্রশাসন ও ব্যবস্থাপনা ল-ভ- হয়ে গেছে এবং তার মতো একজন কঠোর ব্যবসায়ীই এসব সঠিক পথে নিয়ে আসতে পারে। কিন্তু ২০ জুলাই তার ক্ষমতাগ্রহণের ছয় মাস পূর্তিতে দেখা যাচ্ছে, তার সেসব কথা ছিল অন্তসারশূন্য আশ্বাস। হোয়াইট হাউসে দক্ষ জনশক্তির এখন তীব্র সঙ্কট চলছে, পাশাপাশি ট্রাম্প নিযুক্ত মাথামোটা কর্মকর্তা-কর্মচারীদের আগমনের পূর্বে নিয়োগপ্রাপ্ত স্টাফরা অসহায় ও হতোদ্যম হয়ে পড়েছেন। যার জন্য অনেক চৌকস ও সুদক্ষ প্রশাসনিক কর্মকর্তা হোয়াইট হাউসের লোভনীয় চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন। বিগত ছয় মাসে ট্রাম্পের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি টুকরো টুকরো হয়ে হাওয়ায় ভেসে গেছে। এ ব্যাপারে প্রথমেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলা হয় যা বাস্তবায়িত হয়নি, নাফটা বাণিজ্য চুক্তি বাতিল করা হয়নি এবং ইরানের সঙ্গে ওবামার স্বাক্ষরিত যে চুক্তিকে তিনি নিকৃষ্টতম চুক্তি বলেছিলেন তাও তিনি বাতিল করতে সক্ষম হননি।
×