ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় মেয়েরা ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে

প্রকাশিত: ০৮:২৫, ২১ জুলাই ২০১৭

ভারতীয় মেয়েরা ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার ডার্বিতে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মহিলা দলকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত মহিলা ক্রিকেট দল। ভারত বৃষ্টিবিঘিœত ম্যাচে নির্ধারিত ৪২ ওভারে ৪ উইকেটে ২৮১ রান করার পর অসিরা গুটিয়ে যায় ৪০.১ ওভারে ২৪৫ রানে। ভারতের হয়ে হারমানপ্রিত কর ১১৫ বলে ২০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১৭১ রান করেন। এটি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের নকআউট পর্যায়ে সর্বোচ্চ এবং বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সেরা ব্যক্তিগত ইনিংস। তার এই অসামান্য ব্যাটিংশৈলীর সুবাদে ১২ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ২০০৫ সালে মাত্র একবারই ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল ভারত। রবিবার ফাইনালে লর্ডসে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। বৃষ্টিবিঘিœত ম্যাচে ৪২ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক মিতালি রাজের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন হারমানপ্রিত। মিতালি ৬১ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন। আর প্রথম থেকেই আক্রমণাত্মক হারমানপ্রিত শেষ পর্যন্ত ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। চতুর্থ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে ১৩৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহ এনে দেন ভারতকে। দীপ্তি ২৫ রানে ফিরে গেলেও হারমানপ্রিত ১৭১ রান করে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এটিই ভারতের পক্ষে সর্বোচ্চ, তবে ওয়ানডে ক্রিকেটের রেকর্ডে ভারতের পক্ষে দ্বিতীয় সেরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দীপ্তি ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন। নির্ধারিত ৪২ ওভারে ৪ উইকেটে ২৮১ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অসি মেয়েরা। মাত্র ২১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১০৫ রানের জুটি গড়েন এলিস ভিলানি ও এ্যালেক্স ব্ল্যাকওয়েল। তবে ভিলানি ৫৮ বলে ১৩ চারে ৭১ রান করে সাজঘরে ফিরলে একাই লড়েছেন ব্ল্যাকওয়েল। বিপজ্জনকভাবে ৫৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯০ রান করার পর তাঁকে বোল্ড করে ভারতকে জয় পাইয়ে দেন দীপ্তি। ৪০.১ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার মেয়েদের ইনিংস। স্কোর ॥ ভারত মহিলা দল ইনিংস- ২৮১/৪; ৪২ ওভার (হারমানপ্রিত ১৭১*, মিতালি ৩৬, দীপ্তি ২৫; ভিলানি ১/১৯, গার্ডনার ১/৪৩)। অস্ট্রেলিয়া মহিলা দল ইনিংস- ২৪৫/১০; ৪০.১ ওভার (ব্ল্যাকওয়েল ৯০, ভিলানি ৭১, পেরি ৩৮; দীপ্তি ৩/৫৯, শিখা ২/১৭, ঝুলন ২/৩৫)। ফল ॥ ভারতীয় মহিলা দল ৩৬ রানে জিতে ফাইনালে।
×