ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৪:১৪, ২১ জুলাই ২০১৭

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ জুলাই ॥ রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এক ব্যবসায়ীর নির্মাণাধীন পাকা দেয়াল ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এ সময় তারা ১০ জনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াপাড়া এলাকার আমির আলী সঙ্গে একই এলাকার ফেলু মিয়ার ৪৪ শতাংশের একটি জমি নিয়ে বিরোধ রয়েছে। প্রকৃতপক্ষে ওই জমিটি ফেলু মিয়ার। জমিটি নিয়ে আমির আলীর সঙ্গে ফেলু মিয়ার মামলা চলমান রয়েছে। ওই মামলায় ফেলু মিয়ার পক্ষে রায় আসে। আদালতের নির্দেশ মোতাবেক বুধবার ফেলু মিয়া তার জমিতে পাকা দেয়াল নির্মাণ করেন। সন্ধ্যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফেলু মিয়ার নির্মাণাধীন পাকা দেয়াল ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। পরে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খুলনায় ‘১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা’ শীর্ষক সেমিনার আজ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৪টায় খুলনার বিএমএ ভবনের কাজী আজহার আলী মিলনায়তনে ‘১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা’ শিরোনামে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তান হতে আগত বিশিষ্ট গবেষক ও লেখক বেগম আনাম জাকারিয়া এবং পাকিস্তানের বিশিষ্ট গবেষক হারুন খালিদ। সেমিনারে সূচনা বক্তব্য রাখবেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি শাহরিয়ার কবির। স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। ‘৭১-এর শহীদদের ইতিহাস সংরক্ষণের আহ্বান’ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ১৯৭১-এ পটুয়াখালীর গলাচিপায় যারা পাকিসেনাদের হাতে শহীদ হয়েছেন, তাদের নাম ও ইতিহাস সঠিকভাবে সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। স্থানীয় ডাকবাংলোয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার সরদার জাহাঙ্গীর কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম ধলা প্রমুখ। ধর্ষণকারীদের শাস্তির দাবিতে নির্বাক প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২০ জুলাই ॥ এক শিশুকে গর্ভবতী এবং এক কলেজছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার জামালপুরে চোখে কালো কাপড় বেঁধে এবং নির্বাক থেকে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা কমিটি ও জেলার সমমনা এনজিওগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদী কর্মসূচীর আয়োজন করে। এ কর্মসূচীতে অংশ নেনÑ উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ শিশু একাডেমি জামালপুর জেলা সংগঠক সুলতানা আহমেদ স্বপ্না, বেসরকারী সংস্থা গণচেতনার নির্বাহী পরিচালক ফাতেমা নার্গিস প্রমুখ। ডিসেম্বরে ’১৭ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কোন ধরনের সেশনজট ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কোর্সের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, যে সব শিক্ষার্থী ওই শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি হয় তাদের ২০১৭ সালের চতুর্থ বর্ষ অনার্স চূড়ান্ত পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×