ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুগল নিজস্ব নিউজ ফিড আনতে যাচ্ছে

প্রকাশিত: ০৩:৪৮, ২১ জুলাই ২০১৭

গুগল নিজস্ব নিউজ ফিড আনতে যাচ্ছে

হোমপেইজ ‘গুগল ডটকমে’ ফেসবুকের স্টাইলে নিজস্ব নিউজ ফিড আনতে যাচ্ছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। এ নিউজ ফিডে ব্যবহারকারীরা সার্চ করার আগেই তাদের আগ্রহ মতো কনটেন্ট প্রদর্শন করা হবে। এ নিউজ ফিডে ব্যবহারকারীর আগের সার্চের ওপর ভিত্তি করে খবরের প্রতিবেদন, ফিচার, ভিডিও আর গান দেখানো হবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে একটি ‘ফলো’ বাটনও পাবেন, এর মাধ্যমে তারা নিজেদের আগ্রহের বিষয়গুলো তাদের ফিডে যোগ করতে পারবেন। ২০১৬ সালের ডিসেম্বর থেকে গুগল তাদের স্মার্টফোন এ্যাপে নিউজ ফিডের একটি সরল সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবার আগে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন এ্যাপগুলোতে পুরো নিউজ ফিডের সংস্করণ আনা হবে। সেই সঙ্গে গুগল নিশ্চিত করেছে তারা গুগল ডটকম-এও একই ফিচার আনতে চাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার এ্যামাজনের নতুন ফিচার বাজারে সামাজিক মাধ্যম খাতে নিজেদের ‘প্রথম পদক্ষেপের ঘোষণা দিল এ্যামাজন। স্পার্ক নামের নতুন একটি ফিচার এনেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ ফিচার সদস্যদের প্লাটফর্মটিতে পণ্য প্রদর্শন ও কেনার সুযোগ দেবে। বর্তমানে এ ফিচার শুধুই অর্থ পরিশোধ করে ব্যবহার করা প্রাইম সদস্যদের জন্য রাখা হয়েছে। এতে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও শেয়ারের উৎসাহ দেয়া হচ্ছে, ঠিক যেমনটা ইনস্টাগ্রাম, ফেসবুক বা পিনটারেস্টের মতো সামাজিক মাধ্যমগুলো করছে। এ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ডিভাইসগুলোতে গত মঙ্গলবার এ ফিচার ছাড়া হয়। স্পার্ক ব্যবহারকারীরা এ্যামাজনে রয়েছে এমন পণ্যগুলো তাদের পোস্টে ট্যাগ করতে পারবেন আর এ ফিড ব্রাউজ করছেন এমন যে কেউ সঙ্গে সঙ্গে প্লাটফর্মটি থেকে পণ্যের সন্ধান ও কিনতে পারবেন। সেই সঙ্গে ব্যবহারকারীরা পোস্টে ‘স্মাইলি’ দিয়ে রিএ্যাক্টও করতে পারবেন, এ ‘স্মাইলি’ ফেসবুকের ‘লাইক’-এর সমতুল্য। -অর্থনৈতিক রিপোর্টার
×