ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় প্রতীকী গণভোট ॥ মাদুরোর পরিকল্পনা প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৩:৩৮, ১৮ জুলাই ২০১৭

ভেনিজুয়েলায় প্রতীকী গণভোট ॥ মাদুরোর পরিকল্পনা প্রত্যাখ্যান

মাদুরো বিরোধীরা দাবি করেছে যে, ভেনিজুয়েলার ভোটাররা প্রতীকী গণভোটের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সংবিধান পরিবর্তনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। মাদুরো বিরোধীরা রবিবার নির্বাচনটির আয়োজন করে। খবর এএফপির। বিশ্ববিদ্যালয়ের জামিনদাররা জানান, ইতোমধ্যে ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ভেনিজুয়েলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেসিলিয়া গার্সিয়া আরোচা ঘোষণা করেন, এ ভোটের মাধ্যমে ভেনিজুয়েলার নির্বাহী কর্মকর্তা ও বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিল। দেশটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬৪ লাখ ৯২ হাজার ৩৮১ এবং প্রবাসী ভোটারের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার ৭৮৯ জন। এদিকে ভেনিজুয়েলায় বিরোধী দলগুলোর আয়োজিত অনানুষ্ঠানিক গণভোটে বন্দুকধারীদের হামলায় এক নারী নিহত হয়েছেন। রাজধানী কারাকাসের ক্রাতিয়া এলাকার একটি বুথের বাইরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। নিহত জিওমারা সোলেদাদ স্কট (৬১) পেশায় একজন নার্স। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে আসা বন্দুকধারীরা ভোট দেয়ার অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালালে চারজন আহত হন। হাসপাতালে নেয়ার পরপরই জিওমারা মারা যান। বিরোধীরা এ হামলার জন্য ‘আধা-সামরিক’ বাহিনীর সদস্যদের দায়ী করেছেন। ভিডিও ফুটেজে গুলির পরপরই আতঙ্কিত লোকজনকে দৌড়ে কাছাকাছি একটি চার্চের দিকে পালিয়ে যেতে দেখা গেছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ হামলার ঘটনা খতিয়ে দেখছেন।
×