ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কোরিয়ায় কৃষ্ণাদের তৃতীয় ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২০, ১৭ জুলাই ২০১৭

কোরিয়ায় কৃষ্ণাদের তৃতীয় ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচ খেলছে। এর আগে চীন, জাপান ও সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলেছে সানজিদা-কৃষ্ণারা। চূড়ান্ত প্রস্তুতি নিতে বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে আছে বাংলাদেশ অনুর্ধ-১৬ নারী ফুটবল দল। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়া অনুর্ধ-১৬ দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা হার মানে ৬-০ গোলে। তবে পরের ম্যাচে ওজু মিডল স্কুলের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। জয় তুলে নেয় ৯-০ ব্যবধানে। আজ সোমবার দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশ অনুর্ধ-১৬ দল তাদের তৃতীয় ম্যাচ খেলবে। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়ুলমুন মিডল স্কুল মহিলা ফুটবল ক্লাব। এই ম্যাচকে সামনে রেখে রবিবার অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। কোচ গোলাম রাব্বানী ছোটনের তত্ত্বাবধানে লম্বা সময় ধরে অনুশীলন করে সানজিদা-কৃষ্ণারা। বুধবার ওজু মিডল স্কুলের বিপক্ষে চতুর্থ ও শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় নারী ফুটবল দল জাপান, সিঙ্গাপুর ও চীন সফর করেছে। প্যালেস্টাইনে যুব ফুটবল দল স্পোর্টস রিপোর্টার ॥ দলের গুরুত্বপূর্ণ সদস্য জুয়েল রানাকে ছাড়াই এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ কোয়াালিফায়ার খেলতে প্যালেস্টাইন যাচ্ছে বাংলাদেশ দল। রবিবার কাতার ত্যাগ করার কথা বাংলাদেশের যুবাদের। কুঁচকির ইনজুরিতে পড়ে ফিরে আসতে হচ্ছে জুয়েলকে। বাফুফে সূত্রে জানা গেছে, জুয়েল রানার পরিবর্তে মোহাম্মদ ইব্রাহিমকে দলে ডাকা হয়েছে। বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক প্যালেস্টাইন। ১৯ জুলাই জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে এ্যান্ড্রু অর্ডের ছেলেরা। অর্ড দায়িত্ব নিয়েছেন কিছুদিন হলো। দায়িত্ব নেয়ার পর দেশে মাত্র দুই সপ্তাহ কোচিং করিয়েছেন। নেপাল যাওয়ার আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পায় তার ছেলেরা। কিন্তু নেপালে প্রথম প্রস্তুতি ম্যাচে হারার পর কাতারের বিরুদ্ধেও হার দেখতে হয় তাকে। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রবিবার পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তৃতীয়দিনে বড় জয় পেয়েছে গ্রিন ও সিটি ইউনিভার্সিটি। জয় পেয়েছে ব্র্যাক, ফারইস্ট ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ব্র্যাক ইউনিভার্সিটি ৩-১ গোলে পরাজিত করে আইইউবিএটি ইউনিভার্সিটিকে। ম্যাচসেরা হন জয়ী দলের রাফি। দ্বিতীয় খেলায় স্বাগতিক গ্রিন ইউনিভার্সিটি ৫-০ গোলের বড় জয় পায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচসেরা হন জয়ী দলের সুমন। তৃতীয় খেলায় সিটি ইউনিভার্সিটি ৪-০ গোলের সহজ জয় পায় গণ ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচসেরা হন জয়ী দলের বিপ্লব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৩-১ গোলে পরাজিত করে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিকে। ম্যাচসেরা হন জয়ী দলের মুহিত। দিনের শেষ খেলায় ফারইস্ট ইউনিভার্সিটি ৩-০ গোলে জয় পায় সোনারগাঁও ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচসেরা হন জয়ী দলের সুজয়। ২০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩০ জুলাই পর্যন্ত।
×