ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে স্বাগতিক ইংল্যান্ড

প্রকাশিত: ০৮:৪৪, ১৬ জুলাই ২০১৭

 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে স্বাগতিক ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে হেরে গেলেও নটিংহ্যামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে জয়ের আশা জাগিয়ে তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২২ ওভারে ১/৭৫। ফলে তারা এগিয়ে আছে ২০৫ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছিল। এর ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে যথেষ্ট চাপেই আছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আফ্রিকার ওপেনার ডিন এলগার ৩৮ এবং মিডল অর্ডার উইলোবাজ হাশিম আমলা ২৩ রানে অপরাজিত থেকে আজ আবারও ব্যাটিং করবেন। এছাড়া আউট হন অপর ওপেনার হিনো কুন (৮)। তাকে আউট করেন ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন। এর আগের দিন দক্ষিণ আফ্রিকা ৬/৩০৯ রানে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিন তারা ৩৩৫ রানে অলআউট হয়ে যায়। এ্যান্ডারসন সর্বাধিক ৫ ও স্টুয়ার্ট ব্রড ৩ উইকেট লাভ করেন। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২০৫ রানেই। অধিনায়ক জো রুট সর্বাধিক ৭৮ রান করেন। প্রোটিয়া বোলার ক্রিস মোরিস এবং কেশব মহারাজ ৩টি করে উইকেট পান।
×