ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লন্ডনে সিরিজ এসিড হামলা ॥ এক কিশোর গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ জুলাই ২০১৭

লন্ডনে সিরিজ এসিড হামলা ॥ এক কিশোর গ্রেফতার

ব্রিটেনের উত্তর-পূর্ব লন্ডনে মাত্র ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরকে পূর্ব লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনে মূলত স্কুটার আরোহীদের ওপর ওই হামলা চালানো হয়। খবর বিবিসির। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তিনটি এলাকায় কাছাকাছি সময়ে ঘটা ওই হামলাগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের ক্ষত গুরুতর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় হ্যাকনি রোডে প্রথম হামলা হয়। পুলিশ জানায়, ৩২ বছরের এক ব্যক্তি স্কুটিতে করে হ্যাকনি রোড দিয়ে যাচ্ছিলেন। পাশে অন্য একটি স্কুটিতে থাকা দুই ব্যক্তির একজন তার দিকে এসিড ছোড়ে। ওই ব্যক্তির মুখম-ল মারাত্মকভাবে ঝলসে গেছে। দুই হামলাকারীর একজন আহত ব্যক্তির স্কুটিটি চুরি করে পালিয়ে যায়। ইসলিংটনে রাত ১০টা ৪৯ মিনিটে আরও এক ব্যক্তির এসিড হামলার শিকার হওয়ার খবর পাওয়া যায়। স্কুটিতে থাকা দুই ব্যক্তি ওই লোকের মুখে এসিড ছোড়ে বলে জানায় পুলিশ। রাত ১১টা ৫ মিনিটে শোরেডিটচ হাই স্ট্রিটে স্কুটিতে থাকা দুই ব্যক্তি আরও এক ব্যক্তির মুখে এসিড ছোড়ে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার আঘাত মারাত্মক নয় বলে জানিয়েছে পুলিশ। রাত ১১টা ২৩ মিনিটে স্টোক নিউইংটনের কাজেনভ রোডে ডাকাতির খবর পায় পুলিশ। সেখানেও এসিড ছোড়া হয়েছিল বলে জানান অভিযোগকারী। পুলিশ সেখানে গিয়ে আহত এক ব্যক্তিকে খুঁজে পায়। যার মুখে এসিড ছোড়া হয়েছে। পঞ্চম ঘটনাটি ঘটে ক্লাপটনের চেটসওর্থ রোডে। রাত ১১টা ৩৭ মিনিটে স্কুটি নিয়ে এক ব্যক্তি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। পাশে আরেকটি স্কুটিতে থাকা দুই ব্যক্তি তার মুখে এসিড ছোড়ে এবং স্কুটি চুরি করে পালিয়ে যায়।
×