ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন বিশ্ববিদ্যালয় ফুটবল শুরু আজ

প্রকাশিত: ০৫:১৭, ১৪ জুলাই ২০১৭

ওয়ালটন বিশ্ববিদ্যালয় ফুটবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাব ঢাকা ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (ফারাজ চ্যালেঞ্জ কাপ) ২০১৭’র প্রথম আসর। কমলাপুর স্টেডিয়ামে সকাল ৯টায় উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বনাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। টুর্নামেন্ট আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে থাকছে শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও কো-স্পন্সর হিসেবে রয়েছে হামিম গ্রুপ। বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাফওয়ান সোবহান তাজভীর (সভাপতি, শেখ জামাল ধানম-ি ক্লাব)। বিশেষ অতিথি থাকবেন এ কে আজাদ (ব্যবস্থাপনা পরিচালক, হা-মীম গ্রুপ), ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি, চেয়ারম্যান, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, মনজুর কাদের (বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চেয়ারম্যান, গভর্নিং বডি, শেখ জামাল ধানম-ি ক্লাব), অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির (উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ), এফএম ইকবাল বিন আনোয়ার (ডিরেক্টর অপারেশন, ওয়ালটন গ্রুপ), ড. মাহফুজুর রহমান (চেয়ারম্যান, এটিএন বাংলা ও এটিএন নিউজ), নজিব আহাম্মেদ (বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক)। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খুরশিদ আলম বাবুল (সভাপতি, সোনালী অতীত ক্লাব)। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শহীদ উল্লাহ (চেয়ারম্যান, আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কমিটি) ও সদস্য সচিব জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোঃ আসলাম। পিএসজিতে ইতিহাস গড়তে চান আলভেজ স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের দলবদল নিয়ে বেশ নাটকই হয়ে গেল। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছাড়ছেন এটা নিশ্চিতই ছিল। কোথায় যাচ্ছেন সেটাও একপ্রকার চূড়ান্ত ছিল। আলভেজের সম্ভাব্য নতুন ক্লাব ছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ এই ক্লাবটিতে অনুশীলনও করেন ৩৪ বছর বয়সী সাবেক বার্সিলোনা তারকা। কিন্তু চিত্রনাট্যের পরিবর্তন ঘটে আচমকাই। ম্যানসিটিকে কাঁদিয়ে আলভেজকে দলে ভিড়িয়ে নিয়েছে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইতোমধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে, উন্মোচন হয়েছে জার্সিও। নতুন ক্লাবে এসে ইতিহাস গড়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন সফল এই রাইটব্যাক। দুই বছরের চুক্তিতে বুধবার পিএসজিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলভেজ। তার জুভেন্টাস ছাড়ার ঘোষণার পর থেকেই পিএসজির পাশাপাশি ম্যানচেস্টার সিটিও তাকে দলে নিতে জোর তৎপরতা শুরু করে। এর আগে বার্সিলোনার হয়ে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ও ছয়টি লা লিগা শিরোপার স্বাদ পেয়েছেন। বার্সায় থাকাকালীন সাবেক কোচ পেপ গার্ডিওলার আগ্রহেই এবারের দলবদলের বাজারে সিটিজেনরা আলভেজকে দলভুক্ত করতে চেয়েছিল।
×