ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে তিনদিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৫:০৮, ১৪ জুলাই ২০১৭

রাজশাহীতে তিনদিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে সুজন আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার আইড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার দামকুড়া দারুল কোরান মাদ্রাসার ছাত্র। নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পাননি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ ছাত্রের বড় ভাই রফিকুল ইসলাম পুলিশের সহযোগিতা চেয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যরা জানান, সুজন আলী নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামকুড়া দারুল কোরান মাদ্রাসায় চার বছর ধরে পড়াশোনা করে আসছিল। বেশ কিছুদিন আগে মাদ্রাসা থেকে তানোর উপজেলার আইড়া গ্রামে আসে। বাড়িতে কয়েকদিন অবস্থান করার পর গত ১১ জুলাই মাদ্রাসা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। তবে সেদিনই সন্ধ্যায় ওই মাদ্রাসার হুজুর তোফাজ্জুল ইসলাম মোবাইল ফোনে রফিকুলকে তার ছোট ভাই সুজন মাদ্রাসায় আসেননি বলে জানান। তারপর থেকে নিখোঁজ সুজনকে খোঁজাখুঁজি করেও কোথাও পাচ্ছেন না পরিবারের লোকজন। সৈয়দপুরে চার দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ের ঘটনায় নীলফামারীর সৈয়দপুরের পাইকারি চাউল বাজারের প্রায় চার চালের দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সৈয়দপুর শহরের পাইকারি চাল বাজারে অবস্থিত ইবরার খাঁন মুন্নার চালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজেড ও তারাগঞ্জ দমকল বাহিনীর তিনটি ইউনিট এসে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে চাল, আটা, চিনি ও নগদ টাকাসহ ইবরার মুন্নার দুইটি দোকান এবং সামাদ ম-ল ও কাশেম আলীর দোকান পুড়ে যায়। শিশু ধর্ষণের চেষ্টা ॥ বৃদ্ধ গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাউনিয়ার বিসিক এলাকার কমিশনার গলির একটি ভাড়াটিয়া বাসার বাসিন্দা চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহ আলম মৃধা নামের ৬০ বছরের অপর ভাড়াটিয়া বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×