ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও লভ্যাংশ দিল না পিপলস লিজিং

প্রকাশিত: ০৫:০৫, ১৩ জুলাই ২০১৭

আবারও লভ্যাংশ দিল না পিপলস লিজিং

টানা লোকসানের কারণে বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে কোন প্রকার লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৭৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৮৮ টাকা এবং এনওসিএফপিএস হয়েছে ৪.৩০ টাকা নেগেটিভ। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৯টায়, রাওয়া কনভেশন হল, মহাখালী, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ আগস্ট। উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরেও বিনিয়োগকারীদের কোন প্রকার লভ্যাংশ ঘোষণা করেনি। -অর্থনৈতিক রিপোর্টার আরও ঋণ নেবে স্টাইলক্রাফট বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেড আরও মেয়াদী ঋণের জন্য পূবালী ব্যাংকের কাছে আবেদন করেছে। কোম্পানিটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় ৩ কোটি ৫০ লাখ টাকার জন্য আবেদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির গাজীপুরে বিদ্যমান কারখানা রিট্রোফিটিংয়ের জন্য ৫ বছর মেয়াদী ঋণ নেবে। প্রকল্পটি এ্যাকর্ড ও এ্যালায়েন্স গ্রুপস ধারাবাহিকভাবে প্রচারের ওপর ভিত্তি করে বিভিন্ন আন্তর্জাতিক সম্মতি বিষয় বাস্তবায়নের একটি প্রক্রিয়ার অধীনে। কোম্পানিটির ব্যাংকের সুদের হার ভবিষ্যতে রফতানি আয় অথবা নিজের উৎস থেকে সমান মাসিক কিস্তি ভিত্তি করে সমন্বয় করা হবে। এর আগে এই কাজের জন্য ৭ কোটি ৫০ টাকা ঋণ নিয়েছিল কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×