ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি থেকে সরে আসবেন না ॥ তেহরানকে মস্কো

প্রকাশিত: ০৫:০৪, ১৩ জুলাই ২০১৭

পরমাণু চুক্তি থেকে সরে আসবেন না ॥ তেহরানকে মস্কো

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এলে তা ইরানের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। তেহরানে সফররত রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার একথা বলেন। খবর এএফপির। তিনি বলেন, আমি মনে করি না যে এই চুক্তি থেকে সরে এলে তা ইরানের জন্য ভাল কিছু হবে। বর্তমানে ইরানের নেতৃবৃন্দ যে নীতি গ্রহণ করেছেন চুক্তি থেকে সরে আসাটা হবে তার চেয়ে অনেক কম দায়িত্বশীল আচরণ। রিয়াবকভ আরও বলেন, আমি আমাদের ইরানী সহকর্মীদের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা তাদের জন্য খুব একটা সুখকর নয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে যাচ্ছে। এতে ইরানের আরও কয়েকটি কোম্পানি ও ব্যক্তি ছাড়াও ইরানকে সহায়তাকারী তৃতীয় কোন রাষ্ট্রের কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ইরান দাবি করছে তারা বৈধভাবেই সবকিছু করছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ ইরানের পরমাণু চুক্তি হিসেবে পরিচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব এ্যাকশনের (জেসিপিওএ) শর্তের পরিপন্থী। মোদির নিন্দায় উদ্ধব ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরের অমরনাথ এলাকায় তীর্থযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেন, জঙ্গীদের সামলাতে কাশ্মীরে কেন গো-রক্ষকদের পাঠানো হচ্ছে না। তবে কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এসে বা অন্য দেশ এসে হামলা রুখবে। -আজকাল মুক্তি পাচ্ছেন না ফুজিমোরি দুর্নীতি ও মানবাধিকার লংঘনের দায়ে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির মুক্তির আবেদন নাকচ করে দিয়েছে দেশটির একটি আদালত। বিশ্লেষকরা বলছেন, তার পরিবার এ আদেশের বিরুদ্ধে আপীল করতে পারলেও ফুজিমোরির মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। তারজন্য পুলিশ সদর দফতরে একটি সাব-জেল তৈরি করা হয়েছে। সেখানে তার কারাবাস চলছে। ফুজিমোরির মেয়ে কিইকো ফুজিমোরি দেশটির পপুলার ফোর্সের প্রধান হিসেবে পিতার মুক্তির জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন। -এএফপি
×