ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিসরের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম ফের চালুর উদ্যোগ

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুলাই ২০১৭

মিসরের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম ফের চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ মিসরের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সাংস্কৃতিক চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে মিসরের সাবেক পরিবার ও জনসংখ্যামন্ত্রী মাউসিরা খাত্তাবের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে এ বিনিময় কার্যক্রম চালু হলে তা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। মাউসিরা খাত্তাব ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে নির্বাচনের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সফর করছেন। সফরে সংস্কৃতিমন্ত্রী ছাড়াও ইতোমধ্যে তিনি শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। তিনি ২০০৯-২০১১ মেয়াদে মিসরের পরিবার ও জনসংখ্যামন্ত্রী ছিলেন। এর আগে তিনি মিসরের সহকারী সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মিসরের সাবেক এ মন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিসর মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ।
×