ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য দূর করতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূর করতে হবে

প্রকাশিত: ০৬:৩৬, ১১ জুলাই ২০১৭

দারিদ্র্য দূর করতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূর করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশ থেকে সম্পূর্ণভাবে দারিদ্র্যকে দূর করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য বন্ধ করা জরুরী বলে মত দিয়েছেন আলোচকরা। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচকরা এসব কথা বলেন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দারিদ্র্য বিমোচনের অনেক সূচকে এগিয়ে গেছে। তাছাড়া দারিদ্র্য বিমোচনের দ্বিতীয় ধাপ পর্যন্ত আমরা সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। এখন তৃতীয় ধাপ পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তারা আরও বলেন, দেশ থেকে সম্পূর্ণভাবে দারিদ্র্যকে দূর করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য বন্ধ করতে হবে। সেই জন্য দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের মূলধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, হরিজন অধিকার আদায় করতে নিজেদেরই আন্দোলন করতে হবে। আমরা আপনাদের পিছন থেকে সাহায্য করব। তবে সামনে থেকে আন্দোলন আপনাদেরই করতে হবে। এইড ফর ট্রেড সম্মেলনে যোগ দিতে জেনেভা গেলেন বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক রিপোর্টার ॥ জেনেভায় অনুষ্ঠিতব্য ‘৬ গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড’ শীর্ষক সভায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর মহাপরিচালকের আমন্ত্রণে তিনি এ সভায় যোগ দিচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৫ সালে বিশ্ববাণিজ্য সংস্থার হংকং মিনিস্টিরিয়াল কনফারেন্সে উন্নয়নশীল ও স্বল্পোন্নয়ন দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বাড়ানোর উদ্দেশে এইড ফর ট্রেড কর্মসূচী গ্রহণ করা হয়। এ কর্মসূচী বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী প্রতি দু’বছর পরপর এইড ফর ট্রেড কর্মসূচীর কার্যকারিতা পর্যালোচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০৭ সাল থেকে গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড অনুষ্ঠিত হচ্ছে। ১১ জুলাই থেকে ১৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হবে। এবারের সভার মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রোমটিং ট্রেড, ইনক্লুসিভনেস এ্যান্ড কানেকটিভিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট।’ এবারের এই সভায় বিগত দিনে বাণিজ্য সহায়তামূলক কর্মসূচীর কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে পরিবর্তিত কর্মপন্থা নির্ধারণ করা হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গ্লোবাল রিভিউ-এর হাই লেভেল সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। ‘এইড ফর ট্রেড ইন এশিয়া এ্যান্ড দ্য প্যাসিফিক: প্রোমটিং কানেকটিভিটি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক রাউন্ড টেবিল সেশনে তিনি বক্তব্য রাখবেন।
×