ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই ব্যবসায়ী কারাগারে

প্রকাশিত: ০৬:১৯, ১১ জুলাই ২০১৭

চট্টগ্রামে দুই ব্যবসায়ী কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি এবং জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় এক ব্যবসায়ীসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। কারাগারে প্রেরিত দু’জন হলেন আমদানিকারক সোহরাব হোসেন এবং সিএ্যান্ডএফ এজেন্ট আবছার। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূর এ আদেশ প্রদান করেন। এদিকে, একই মামলায় আসামি করা হয়েছিল চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা পিবি পাল এবং সাইফুর রহমানকে। গত ২১ জুন আদালতের আদেশে তাদেরকেও কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, পণ্য আমদানি ও খালাসে জালিয়াতির অভিযোগে দুদকের পক্ষ থেকে গত ২৬ এপ্রিল বন্দর থানায় ৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে সোহরাব হোসেনকে এবং পণ্য খালাসের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেয়ায় সিএ্যান্ডএফ এজেন্ট আবছারকে আসামি করা হয়। এ দুই আসামি গত ২৯ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। এসআই অপহরণ মামলায় গ্রেফতার ১১ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ জুলাই ॥ সিটি এসবি’র এসআই মশিউল আজম অপহরণ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম। জানা যায়, ১৩ মে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে চিতাখোলা এলাকা থেকে এসআই মশিউল আজম ও তার সঙ্গী আলমকে অপহরণ করে কয়েক দুর্বৃত্ত। এরপর পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে তাদের প্রচ- মারধর করা হয়। কর্মচারীদের আন্দোলনে রাসিক অচল স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কর্মচারীদের লাগাতার আন্দোলনের দ্বিতীয় দিনেও কার্যত অচল হয়ে পড়েছে নগর সেবা সংস্থা রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম। সোমবারও রাজশাহী নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে দ্বিতীয় দিনে মতো আন্দোলনে নামে কর্মচারীরা। ফলে নগর ভবনে প্রবেশ করতে পারেননি কোন কর্মকর্তা। আর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল দুদিন আগে থেকেই লাপাত্তা রয়েছেন। এদিকে কর্মচারীদের আন্দোলনে নগর পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব ধরনের নগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। গ্যারেজে তালা ঝুলছে। সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের বৃহৎ বিনোদন কেন্দ্র রাজশাহীর শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাও বন্ধ রয়েছে। ফলে দূরের বিনোদনপ্রেমীরা এসে প্রবেশ করতে না পেরে ফিরে গেছে। সকাল থেকে বেশকিছু বাস দেশের বিভিন্নস্থান থেকে এসেও কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রবেশ করতে পারেনি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে সোমবার সকাল থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো ফের বিক্ষোভ শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিক্ষুব্ধ কর্মচারীরা।
×