ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এরদোগান-টিলারসন বৈঠক ॥ সিরিয়া নিয়ে আলোচনা

প্রকাশিত: ০৬:০৪, ১১ জুলাই ২০১৭

এরদোগান-টিলারসন বৈঠক ॥ সিরিয়া নিয়ে আলোচনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রবিবার তুরস্কের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। উভয়পক্ষের আলোচনায় গত বছরে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান থেকে শুরু করে সিরিয়া ইস্যু পর্যন্ত বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, এর আগে টিলারসন ইউক্রেন সফর করেন। সেখান থেকে তুরস্কে পৌঁছে তিনি প্রথমে তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ও পরে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। খবর এএফপির রাতে ইস্তানবুলে এরদোগানের বাসভবনে বৈঠকের বিষয়ে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। বৃহৎ জ্বালানি কোম্পানি এজোন মোবিলের সাবেক প্রধান নির্বাহী টিলারসন এর আগে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি গত বছরে এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করেন। টিলারসন বলেন, ‘প্রায় এক বছর আগে তুরস্কের সাহসী পুরুষ ও নারীরা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করেন।’ তিনি বলেন, ‘আমি ওই ঘটনায় তাদের সাহসের প্রশংসা ও নিহতদের প্রতি সম্মান জানাচ্ছি।’ বারাক ওবামার শাসনামলের শেষদিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তুর্কী প্রেসিডেন্ট কাতারের চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে কাতার, কুয়েত এবং সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। দোহার পক্ষে দৃঢ় অবস্থান নেয়াকে কেন্দ্র করে আঙ্কারার প্রতি আঞ্চলিক কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও এ সফরের পরিকল্পনা করেছেন তিনি।তুর্কী দৈনিক হুররিয়াতকে সোমবার এ সফরের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এরদোগান। তিনি বলেন, চলতি মাসের ১৫ তারিখের পর থেকে আবারও মধ্যপ্রাচ্য সফর করতে পারি। এ সফরের মাধ্যমে আলোচনা শুরুর সুযোগ হয়তো সৃষ্টি করতে পারবে তুরস্ক। লন্ডনের ক্যামডেন লক মার্কেটে আগুন যুক্তরাজ্যের লন্ডনের উত্তরাংশের জনপ্রিয় ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে লন্ডন ফায়ার সার্ভিস। দশটি ফায়ার ইঞ্জিন নিয়ে দমকল বাহিনীর ৭০ জন কর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন তারা। সোমবার টুইটারে ফায়ার সার্ভিস বলেছে, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু পুরোপুরি নিভাতে আরও সময় প্রয়োজন।’ খবর বিবিসির। সোমবার প্রথম প্রহরে আগুন লাগার পর পর্যটকদের কাছে জনপ্রিয় এ বিপণি বিতানের দ্বিতীয় থেকে চতুর্থ তলা হয়ে ছাদ পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায় বিবিসি। আগুন পাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। আশপাশের ভবনগুলোতে রেস্তোরাঁ থাকায় সেগুলোতে আগুন ছড়িয়ে পড়লে বিস্ফোরণ ঘটার আশাঙ্কাও করছিলেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
×