ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাপ্তাই সৌরবিদ্যুত কেন্দ্র নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই

প্রকাশিত: ০৪:০৫, ১০ জুলাই ২০১৭

কাপ্তাই সৌরবিদ্যুত কেন্দ্র নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ কাপ্তাইয়ে সাত দশমিক চার মেগাওয়াটের একটি সৌরবিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে পিডিবি। চীনের জেডটিই কর্পোরেশন বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে প্রকল্পটি নির্মাণ করা হবে। কাপ্তাই জল বিদ্যুত প্রকল্প এলাকায় সৌরবিদ্যুত প্রকল্পটি নির্মাণ করা হবে। প্রকল্পটি শুরুতে ৫ মেগাওয়াটের থাকলেও পরে ক্ষমতা বাড়িয়ে সাত দশমিক চার মেগাওয়াট করা হয়। এডিবি প্রকল্পটি বাস্তবায়নে ২২ দশমিক ১১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। রবিবার বিদ্যুত ভবনে চুক্তিতে স্বাক্ষর করেন পিডিবির সচিব মাসুদুজ্জামান ও জেডটিই কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পরিচালক লি উই। পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের মধ্যে মোট বিদ্যুত উৎপাদনের ১০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদন করা হবে। পিডিবির তথ্য অনুযায়ী, আগামী মাস থেকে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জেডটিই। এক বছরের মধ্যে কাজ শেষ করবে তারা। প্রকল্পটির মেয়াদকাল ২৫ বছর। এই কেন্দ্রে প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে ৫ টাকা ৪৮ পয়সা। আগামী বছর আগস্টে এই কেন্দ্রটি থেকে বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। প্রসঙ্গত এই প্রকল্পটির জন্য ২০১২ সালে এডিবির সঙ্গে ঋণ চুক্তি সই হয়। আর এর পাঁচ বছর পরে এসে প্রকল্প নির্মাণের চুক্তি সই হলো। সবচেয়ে পাতলা চার্জার সম্প্রতি মোবিগো নামের একটি কোম্পানি বিশ্বের সবচেয়ে পাতলা পোর্টেবল চার্জার তৈরি করেছে যেটি মানিব্যাগে বহন করা যায়। ক্যাডো নামের এই মোবাইল চার্জারটি শূন্য দশমিক ২ ইঞ্চি (৭ মিমি) পুরু। একটি ফোন ক্লিপসহ পুরো প্যাকেজ কিনতে লাগবে ৪৪ ডলার। -দ্য ভার্জ স্মার্টফোন মাথায় উকুন বাড়ায় যুক্তরাজ্যের একদল গবেষকের দাবি স্মার্টফোন হাতে নিয়ে যখন তরুণ-তরুণীরা গ্রুপ ছবি তোলে বা কোন কিছু শেয়ার করে তখন এক মাথা থেকে আরেক মাথায় উকুন ছড়িয়ে পড়ে। স্মার্টফোন বা ট্যাব রয়েছে এমন ২০০-এর অধিক তরুণ-তরুণীর মধ্যে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। Ñওয়েবসাইট
×