ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে লাফার্জ সুরমা

প্রকাশিত: ০৩:৪২, ১০ জুলাই ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে লাফার্জ সুরমা

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ (নগদ) এবং ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ২১ পয়সা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে বঙ্গজের অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ লিমিটেডর পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ জুন থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। গত ১৯ জুলাই এ শেয়ারের দর ছিল ১২২ টাকা। আর ৬ জুলাই এ শেয়ারের লেনদেন হয়েছে ১৭৪.১০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.১০ টাকা বা ২০.৫৭ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার
×