ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া রোধে মাঠে নেমেছে ডিএসসিসি ও ডিএনসিসি

প্রকাশিত: ০৮:১৫, ৯ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া রোধে মাঠে নেমেছে ডিএসসিসি ও ডিএনসিসি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)। এ রোগ সম্পর্কে নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ, র‌্যালি, আলোচনা সভা, মাইকিংসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। খোলা হয়েছে জরুরী তথ্যকেন্দ্র। এ রোগকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমও জোরদার করা হয়েছে। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মনিপুরীপাড়ায় সচেতনমূলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। মনিপুরীপাড়া কল্যাণ সমিতি এবং (ডিএনসিসি) ২৭ নং ওয়ার্ড যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে। র‌্যালিতে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়। একই সময়ে দক্ষিণ সিটি কর্পোরেশন মহানগর মহিলা কলেজ ও নবাবপুর সরকারী প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল চিকুনগুনিয়া বিষয়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি-ঘর ও আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এছাড়া চিকুনগুনিয়া প্রতিরোধে একইভাবে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, মানিকনগর মডেল হাইস্কুল, দনিয়া এ কে হাইস্কুলেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং কর্পোরেশনের স্থানীয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর বাইরে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জরুরী চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রও চালু করেছে ডিএসসিসি। দক্ষিণ নগর ভবনে অবস্থিত এ তথ্য কেন্দ্রের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ডিএসসিসি সচিব মোঃ শাহাবুদ্দিন। সম্প্রতি ঢাকা মহানগরীতে এ রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পরামর্শ প্রদান ও মশক নিধন কার্যক্রমে জরুরী তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এ তথ্যকেন্দ্র চালু ও সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়। এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডিএসসিসি সূত্র জানায়, চিকুনগুনিয়া প্রতিরোধে আজ বেলা ১১টায় দক্ষিণ সিটির অঞ্চল-২ এর খিলগাঁও হাইস্কুল ও আইডিয়াল হাইস্কুল, মঙ্গলবার অঞ্চল-৩ এর আজিমপুর গার্লস হাইস্কুল ও অগ্রণী উচ্চ বিদ্যালয়েও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটির মেয়র মোঃ সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এজন্য আমরা স্পেশাল লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রম চলমান রেখেছি। পাশাপাশি সচেতনতা বাড়াতে টেলিভিশনে বিজ্ঞাপনসহ বিভিন্ন সভা-সমাবেশ চলমান রয়েছে।
×