ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরহাদ মজহার অপহরণের আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির

প্রকাশিত: ০৮:০৪, ৭ জুলাই ২০১৭

ফরহাদ মজহার অপহরণের আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ ফরহাদ মজহার অপহরণের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। রিজভী বলেন, হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের শত শত মানুষকে অবৈধভাবে আটক করেছে এবং তাদের গোপন স্থানে আটকে রেখেছে। যাদের অধিকাংশই বিরোধীদলীয় নেতাকর্মী। সম্প্রতি ফরহাদ মজহার নিখোঁজ রহস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় এখন গোটা জাতি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এই ট্রমা শুধু ফরহাদ মজহারকেই আক্রান্ত করেনি, সকল দেশবাসীকেই করেছে। ফরহাদ মজহারের অপহরণের ঘটনা ক্রমাগতভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে দেশবাসী মনে করে। দেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবনযাপন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোন গত্যন্তর নেই। ফরহাদ মজহারের অপহরণের বিষয়ে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নিষ্ঠুর কথাবার্তা দেশবাসীকে চরমভাবে ব্যথিত করেছে। যেমন ফরহাদ মজহার সাহেবের ব্যাগ কখনও কালো, কখনও সাদা বলা হয়েছে। পুলিশের একজন ডিআইজি বলছেন তিনি ভ্রমণে বেরিয়েছিলেন, এটি সাজানো নাটক। যুগ্ম কমিশনার বলছেন তাকে চোখ বেঁধে তুলে নেয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা ফরহাদ মজহারের কোন দোষ খুঁজে পাইনি। এটিই সত্য কথা। গণমাধ্যমে পুলিশের উদ্ধৃতি দিয়ে খবর বেরিয়েছে ফরহাদ মজহারকে গাড়িতে তুলে চোখ বেঁধে মারধর করা হয়েছে। ফরহাদ মজহারের মতো একজন গুণী ব্যক্তির যদি এই দশা হয়, তাহলে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীরা কত অসহায়। রিজভী বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন বন্যায় ভাসছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও উজানের পানির ঢলে প্লাবিত। এলাকার মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। তিনি বিএনপির নেতাকর্মীদের বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
×