ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আংটির স্পর্শে খুলবে দরজা

প্রকাশিত: ০৬:৫৯, ৭ জুলাই ২০১৭

আংটির স্পর্শে খুলবে দরজা

আঙ্গুলের ছাপ শনাক্তকরণ ডিভাইসের সামনে আংটিটি রাখলেই খুলে যাবে দরজা। মোবাইলে অর্থ বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ডিভাইসের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফএস) প্রযুক্তির স্মার্ট আংটিটি ব্যবহারকারীদের আঙ্গুলের ছাপ আগে থেকেই সংরক্ষণ করতে পারে। নিরাপত্তা নিয়েও শঙ্কা নেই, খুলে ফেললেই এতে থাকা সব তথ্য মুছে যায়। এই আংটিটির নাম ‘টোকেন’। স্মার্ট আংটিটির দাম ২৪৯ ডলার। সূত্র : ডেইলি মেইল
×