ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর মৃত্যুফাঁদ

প্রকাশিত: ০৬:০৬, ৬ জুলাই ২০১৭

মেক্সিকোর মৃত্যুফাঁদ

বিশ্বে বহু রহস্য আছে। যা হাজার হাজার বছর ধরে শুধু রহস্য হিসেবেই রয়েছে। এবার মেক্সিকোর এমনই একটি রহস্যের সমাধান দিয়েছেন গবেষকরা। দেশটির বিখ্যাত পিরামিড অব দ্য মুনের নিচে রহস্যজনক সুড়ঙ্গ সোজা চলে গেছে সেন্ট্রাল স্কয়ার পর্যন্ত। যেটি মূলত ব্যবহার হতো মানুষ হত্যার উদ্দেশ্যে। সেই সুড়ঙ্গ এতই নিখুঁতভাবে নির্মিত, বর্তমান প্রযুক্তিকে যেন হার মানায়! গবেষকদের ধারণা, ঐ সুড়ঙ্গের ভেতর মানুষকে মৃত্যুদ- দেয়া হতো। যা দাঁড়িয়ে দেখত প্রায় ১০ হাজার মানুষ। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যানথ্রোপোলজি এ্যান্ড হিস্ট্রির গবেষকরা, সিটি স্ক্যান করেছেন ওই পিরামিডের। তাতে দেখা গেছে, প্রায় ৩০ ফুট নিচে রয়েছে ঐ সুড়ঙ্গ। সুড়ঙ্গটি প্লাজা ডি লা লুনা থেকে চলে গেছে পিরামিড পর্যন্ত। প্রতœতত্ত্ববিদরা বলছেন, মেক্সিকোর পিরামিড অব দ্য মুন নির্মাণ করা হয়েছিল সাত ধাপে। এটির নির্মাণ কাজ শুরু হয় ১০০ খ্রিস্টপূর্বাব্দে আর শেষ হয় ৪৫০ খ্রিস্টাব্দে। -ওয়েবসাইট
×