ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় খানাখন্দে ভরা সড়ক

প্রকাশিত: ০৪:১৫, ৬ জুলাই ২০১৭

বগুড়ায় খানাখন্দে ভরা সড়ক

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ সারিয়াকান্দি ও চন্দনবাইশার সঙ্গে বগুড়া নগরীর যোগাযোগের অন্যতম সারিয়াকান্দি ও গোলাবাড়ি সড়কে যানবাহন চলাচল দুরূহ হয়ে পেড়েছে। বগুড়া-সারিয়াকান্দি সড়ক দ্বিতীয় বাইপাস সড়কের এবং বাকি সড়ক চেলোপাড়া-সাবগ্রাম- গোলাবাড়ি সড়কের কানেকটিভিটি। এ বর্ষা মৌসুমে এই পথে চলতে সাধারণের যারপর নেই ভোগান্তি পোহাতে হচ্ছে। গেল শুকনো মৌসুমে যখন খানাখন্দকে ভরা এবড়ো-থেবেড়ো পথ ছিল তখন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও এলাকার লোক কোন সুফল পায়নি। বর্তমানে হেঁটে চলাও যাচ্ছে না। রাস্তা দেখে মনেই হবে না এটি নগরীর কোন সড়ক। এ পথে রিক্সা, মোটরবাইক, অটোরিক্সা, ব্যাটারিচালিত ইজিবাইক এমনকি মিনিবাসে চলাচল করলে গোটা শরীর ব্যথা হয়ে যায়। গন্তব্যে নামার পর বোঝা যায় কি ধকল গেল শরীরের ওপর। উল্লিখিত যানবাহন ও এ্যাম্বুলেন্সে করে কোন রোগী বহন করলে রোগীর অবস্থা যারপর নেই কাহিল হয়ে পড়ে। জরুরী রোগী হলে চিকিৎসা দেয়ার আগেই শঙ্কিত থাকতে হয়। বর্ষার এ মৌসুমে যানবাহন চলাচল ঝুঁকির মুখে পড়েছে। এসব সড়কের দ্রুত প্রতিকারের দাবিতে এলাকার তরুণরা নগরীর সাতমাথায় মানববন্ধন করে। স্থানীয়রা বলেন, দূরদূরান্তের স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এ পথেই চলাচল করে। সড়ক মেরামত বা সংস্কার না হওয়ায় দুর্ভোগের মাত্রা বেড়েই যাচ্ছে। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ওই সড়কে নির্ধারিত ওজনের চেয়ে বেশি পণ্য ও যাত্রী নিয়ে যন্ত্রচালিত যানবাহন চলাচল করায় রাস্তার স্থায়িত্ব ঠিক থাকছে না। বারবার নিষেধ করার পরও মাত্রাতিরিক্ত ওজনের পণ্য নিয়ে ট্রাক, মিনিট্রাক চলাচল করছে। তিনি জানান, সড়ক সংস্কারের আওতায় এ সড়ক রয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। চাঁপাইয়ে জেএমবি সদস্য আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভোলাহাট উপজেলার চামা মুসরিভুজা এলাকা থেকে মঙ্গলবার রাতে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চামা মুসরিভুজা গ্রামের মতলুবুর রহমানের ছেলে মোহাম্মদ রয়েল। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাসির উদ্দীন জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ভোলাহাট উপজেলার চামা মুসরিভুজা গ্রামের নাচোল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল তার বাড়িতে অভিযান চালিয়ে রয়েলকে গ্রেফতার করে। তিনি জানান, এ বছরের ১২ মে রয়েলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নাচোল থানায় মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
×