ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নরেন্দ্র মোদি ইসরাইল সফরে

প্রকাশিত: ০৬:৩৭, ৫ জুলাই ২০১৭

নরেন্দ্র মোদি ইসরাইল সফরে

মঙ্গলবার সকালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। সফরে দুই দেশের মধ্যে সামরিক ও সাইবার নিরাপত্তা বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদির এই সফরকে ভারতের পররাষ্ট্র নীতির ‘বদল’ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। গত ২৫ বছর ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও দেশের বিরাট মুসলিম জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে ভারত সবসময় ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়ে আসছিল। পর্যবেক্ষকরা বলছেন, অন্য সফরকারীরা যেমন ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের রামাল্লায়ও যান এবং সেখানকার নেতাদের সঙ্গে দেখা করেন, মোদির এবারের সফরে সেই রীতিও মানা হচ্ছে না। এসব কারণেই ভারতের প্রধানমন্ত্রীর এবারের সফরকে ভারতের আগের মধ্যপ্রাচ্য নীতির ধারাবাহিকতা নয় বলেই মনে করা হচ্ছে। তবে আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মোদি বলেছিলেন, ভারত ও ইহুদী রাষ্ট্র ইসরাইলের সম্পর্ক ‘গভীর ও শতাব্দী প্রাচীন’। সূত্র : বিবিসি
×