ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিডনি রোগে আক্রান্ত রিনাকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৩৬, ৩ জুলাই ২০১৭

 কিডনি রোগে আক্রান্ত রিনাকে বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগে আক্রান্ত রিনা সুলতানার (৪৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। গত তিন বছর ধরে তিনি এই রোগে ভুগছেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পরও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। জরুরী ভিত্তিতে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু রিনা সুলতানার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায় সম্বল ফুরিয়ে গেছে। রিনা সুলতানার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। টাকার অভাবে উন্নত চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। রিনা সুলতানার ছেলে, সিটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত মোঃ ইমরান ফেরদৌস জনকণ্ঠকে জানান, বাবা মতিউর রহমান সেনাবাহিনীতে চাকরি করতেন। ২০০৩ সালে তিনি অবসরগ্রহণ করেন। বর্তমানে তারা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকাসংলগ্ন মাটিকাটা বাজারের পাশে ভাড়া বাসায় থাকেন। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে ড্রাইভার হিসেবে চাকরি করেন। মাসে যা আয় করেন তা সংসার ও ছোট বোনের পড়ালেখায় খরচ হয়। প্রতিমাসে আত্মীয়-স্বজনদের কাছে টাকা নিয়ে মায়ের চিকিৎসা করাতে অনেক দেনা হয়ে গেছে। মোঃ ইমরান ফেরদৌস আরও জানান, প্রতি সপ্তাহে মাকে ডায়ালাইসিস করাতে খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। এমতাবস্থায়, রিনা সুলতানার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭০৩৭৫৭৪৮৪ (বিকাশ))। আর সাহায্য দিন রিনা সুলতানার স্বামী মোঃ মতিউর রহমানের এই এই সঞ্চয়ী হিসাবে-রূপালী ব্যাংক লিমিটেড, ঢাকা সেনানিবাস শাখা, হিসাব নং ১৫৯৪১-৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×