ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী আর নেই

প্রকাশিত: ০৬:০০, ২ জুলাই ২০১৭

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সঙ্গীত গবেষক ও শিক্ষাবিদ ড. করুণাময় গোস্বামী আর নেই। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতজ্ঞ মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী চিত্রা দেবী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ বর্তমানে রাখা হয়েছে শমরিতা হাসপাতালের হিমাগারে। তাঁর ছেলে সায়ন্তন গোস্বামী ও মেয়ে তিথি গোস্বামী বিদেশে থাকায় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারে এখনও পারিবারিকভাবে কোন সিদ্ধান্ত হয়নি। করুণাময় গোস্বামীর মৃত্যুর খবরে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শিল্প-সাহিত্য ও সঙ্গীতে করুণাময় গোস্বামীর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এই সঙ্গীত গবেষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, আমরা করুণাময় গোস্বামীর পরিবারের সঙ্গে যোগাযোগ করব। তাঁর স্ত্রী অসুস্থ এবং ছেলে-মেয়ে দেশের বাইরে অবস্থান করায় পরিবারের সঙ্গে এখনই কথা বলা যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্মতি জানালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হবে। ড. করুণাময় গোস্বামীর ভাগ্নে সৌরভ ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার সকাল থেকেই করুণাময় গোস্বামীর জ্বর ছিল। শুক্রবার রাতে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় রাতের খাবার খেয়েছেন। তখনও তিনি স্বাভাবিক ছিলেন। এরপর বাথরুমে গিয়ে পড়ে যান। দ্রুত উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ড. করুণাময় গোস্বামী। এরপর রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে তার মৃতদেহ রাখা হয়েছে। এদিকে মৃত্যু সংবাদ শুনে করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতেই তাঁকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে সায়ন্তন গোস্বামী কানাডায় আছেন আর মেয়ে তিথি গোস্বামী আছেন যুক্তরাষ্ট্রে। শুক্রবার রাতেই তাদের বাবার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। সৌরভ আরও জানান, ছেলে মেয়ে দেশে আসার পর ড. করুণাময় গোস্বামীর শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সঙ্গীত কোষ’ গ্রন্থের রচয়িতা। সঙ্গীত নিয়ে তার অনেক বই রয়েছে। ২০১২ সালে একুশে পদক লাভ করেছিলেন। এছাড়া পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। শিক্ষাবিদ হিসেবে তিনি সর্বশেষ ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষের দায়িত্বে নিযুক্ত ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ রবীন্দ্রসঙ্গীত পরিক্রমা (নব আনন্দে জাগো), রবীন্দ্রসঙ্গীত স্মরলিপি প্রথম ও দ্বিতীয় খ-, রবীন্দ্র নাট্যগীতি, রবীন্দ্রনাথ হ্যান্টিংটন ও ভারত ভাগ, রবীন্দ্রনাথের প্যালেস্টাইন ভাবনা ও অন্যান্য, রবীন্দ্রনাথের গায়ক খ্যাতি, দ্য টেগর সংস, রবীন্দ্রসঙ্গীত কলা দ্বিতীয় খ-, বাংলা গানের বিবর্তন প্রথম খ-, বাংলা গান স্মরলিপি ইতিহাস, বুদ্ধ দেব বসু ও অন্যান্য, নজরুলগীতি প্রসঙ্গ, আব্বাসউদ্দিন, অতুল প্রসাদের গান, জানা অজানা কাহিনী, বাংলাদেশে উচ্চাঙ্গসঙ্গীত চর্চা ও গুণীজন, বাংলা গানের বর্তমান ও আরো, ভারত ভাগের অশ্রুকণা, কিশোর সঙ্গীত, বাংলা গানের কথা, দিনে শেষে ঘুমের দেশে : আবদুল আহাদ স্মারক গ্রন্থ, নজরুলসঙ্গীত জনপ্রিয়তার স্বরূপ সন্ধান, নজরুল সঙ্গীতের তালিকা, বাংলা কাব্যগীতির ধারায় কাজী নজরুল ইসলামের গান, সঙ্গীত কোষ, প্রসঙ্গ বাংলা গান ও আফ্রিকা কবিতা।
×