ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেমের টানে বাংলাদেশে রুশ কন্যা সিভেৎলানা

প্রকাশিত: ০৫:১২, ২ জুলাই ২০১৭

প্রেমের টানে বাংলাদেশে রুশ কন্যা সিভেৎলানা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১ জুলাই ॥ প্রেমের টানে ছুটে এসে বাংলাদেশী যুবক ধর্মকান্ত সরকারকে বিয়ে করেছেন রুশ কন্যা সিবেৎলানা। শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মন্দিরে ইসকনের সদস্যদের তত্ত্বাবধানে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ৪ শতাধিক অতিথি। তাদের খাবারের তালিকায় ছিল পুষ্প অন্ন, ভুনা খিচুরি, সয়াবিনের রসাসহ ১৪ প্রকারের নিরামিষ। শনিবার ওই দম্পতিকে দেখতে শহরের গৃর্দ্দানারায়ণপুরের এক আত্মীয়ের বাসায় ভিড় জমান অনেকেই। জানা যায়, ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্যাসীভিটা গ্রামের প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র সরকারের ছোট ছেলে সনাতনধর্মাবলম্বী ধর্মকান্ত সরকার রাশিয়ায় যান। সেখানে আস্ত্রাখান টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে তেল, গ্যাস ও পেট্রোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী নেন। বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে হোটেল ব্যবসা করছেন। ২০১২ সালে মস্কোতে অবস্থিত ও ইস্কন প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে যান তিনি। ইস্কনের নিয়মানুযায়ী মন্দিরের বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন। ২০১৩ সালে মন্দিরের গুরুদেব আনন্তাকৃষ্ণা মহারাজের মাধ্যমে সেখানেই তার সাথে পরিচয় ঘটে রুশ তরুণী সিবেৎলানার। এরপর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মন্দিরের গুরুদেবের নির্দেশনা ও রাশিয়ার আইনানুযায়ী মস্কোতে নিবন্ধনমূলে ধর্মকান্ত ও সিবেৎলানার বিয়ে হয়।
×