ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালিশ চলাকালে সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর, নারীসহ আহত ৩০

প্রকাশিত: ০৫:০৫, ২ জুলাই ২০১৭

সালিশ চলাকালে সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর, নারীসহ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ জুলাই ॥ শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে প্রতিপক্ষের দাবি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে ঈদের দিন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ওবায়দুর ও বাবু নামে দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জহুর গ্রুপ ও মিন্টু গ্রুপের লোকজন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সালিশ বৈঠকে বসে। সালিশ বৈঠক চলাকালীন মিন্টু গ্রুপের লোকজন অতর্কিত জহুর গ্রুপের লোকজনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে রুবেল, আনোয়ার, কুদ্দুস, নারগিস, মস্তফা, মোকলেছ ও আবদুল হকের ঘরসহ প্রায় ১০ বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয় । আহত শাহিন শেখ, রুবেল, জহুর আলী মাতুব্বর, সোহেল, পলাশ, মাবিয়া বেগম, রোকেয়া বেগম, দেলোয়ার মাতুব্বর, ও লাভলুসহ ১৫ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় । অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় রোকেয়া, শাহিন, মাবিয়া, ও রুবেলকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় শনিবার দুপুরে মস্তফা মাতুব্বর বাদী হয়ে মোহর আলী ও মিন্টুসহ ৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
×