ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কুপিয়ে যুবক খুন, দুই ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:২৪, ১ জুলাই ২০১৭

রাজধানীতে কুপিয়ে যুবক খুন, দুই ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ওয়ারীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কল্যাণপুর ও যাত্রাবাড়ীতে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। মগবাজারে একটি মার্কেটের ছাদে গাছ কাটার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তারক্ষী মারা গেছে। বনানীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যাওয়ায় ২০ যাত্রী আহত হয়েছে। অপরদিকে জোয়ার সাহারায় প্রাইভেটকারের ধাক্কায় ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র শুক্রবার জানায়, পুরান ঢাকার ওয়ারীর পানির ট্যাঙ্কের পাশে জালাল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের বান্ধবী তানিয়া জানান, বিকেল চারটার দিকে পানির ট্যাঙ্কের পাশের গলিতে জালালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিয়া জানান, এর আগে জালাল কয়েকবার স্থানীয় মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিয়েছে। এর জের ধরে তারা জামালকে পরিকল্পিতভাবে খুন করে থাকতে পারে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সন্ধ্যার দিকে জালালের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দুই ছাত্রীর আত্মহত্যা দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণপুরে শিমু (২৩) নামে এক কলেজ ছাত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনে তার পরিবারের লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুর ভাই শফিকুল ইসলাম জানান, শিমু উত্তরার একটি কলেজের ছাত্রী ছিল। সেখানে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে শিমুর বেশ কয়েকদিন মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের ঝগড়া হয়। এতে অভিমান করে শিমু নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে এর আগে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর শনির আখড়ার গোবিন্দপুরে নিজ বাসায় জান্নাত আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। জান্নাতের ডাক নাম রিয়া মনি। নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে শনির আখড়া গোবিন্দপুর স্কুলসংলগ্ন মতিনের টিনশেড বাসায় নিজ রুমে জান্নাত ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে সেখানে থেকে তাকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জান্নাত স্থানীয় অগ্রদূত উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। জান্নাতের পিতা কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম জানান, ২ মেয়ে ১ ছেলের মধ্যে সে ছিল দ্বিতীয়। বৃহস্পতিবার রাতে মা রিনা আক্তারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় জান্নাতের। এরপর রাত ৮টার দিকে সে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। ওই অবস্থায় দেখতে পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ বাবুল মিয়া জানান, শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে শিমু ও জান্নাতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে নিরাপত্তারক্ষীর মৃত্যু এদিকে শুক্রবার দুপুরে মগবাজারে একটি মার্কেটের তৃতীয়তলার ছাদে গাছ কাটার সময় বিদু্যুতস্পৃষ্টে হারুন মিয়া (৫৫) নামে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। নিহতের ছেলে আল আমিন জানান, বাবা হারুন মিয়া মগবাজার প্লাজা নামের মার্কেটে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাবা ভবনের তৃতীয়তলার ছাদে পাশের দেয়ালে জন্মানো একটি বটগাছ কাটতে যায়। একপর্যায়ে গাছটি পাশের বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। পরে বাবা হাত দিয়ে গাছটি সরানোর সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ২৫ বনানী ও শেওড়া পাড়ার যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা বারোটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। এ সময় ২০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৮ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) প্রেম দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ রেকার ভ্যান দিয়ে ওই যাত্রীবাহী গাড়িটি উদ্ধার করে বনানী থানায় পাঠানো হয়। এদিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর জোয়ার সাহারার শেওড়া বাসস্ট্যান্ডের সামনে প্রাইভেটকারের ধাক্কায় ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানান, আহতদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্য বজল জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শেওড়া বাসস্ট্যান্ডের সামনে রাস্তার মাঝামাঝি স্থানে একটি ট্রাক দুর্ঘটনা-কবলিত হয়ে পড়েছিল। সেখানে কর্তব্যরত পুলিশ ও পথচারীরা মিলে গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। এ সময় বনানীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি জাগুয়ার মডেলের প্রাইভেটকার দুর্ঘটনার শিকার প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি সরিয়ে নেয়ার চেষ্টারত দুই পুলিশ সদস্য ও পথচারী ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর। পুলিশ জানায়, মাত্রাতিরিক্ত গতিতে জাগুয়ার গাড়িটি এসে দুর্ঘটনা-কবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। জাগুয়ার গাড়িটি একদমই নতুন। যার কোন রেজিস্ট্রেশন নাম্বার ও শোরুম নাম্বার ছিল না। ওই গাড়িটিতে ৪ জন যুবক ছিল। ওই জাগুয়ার গাড়ির আরোহীদের একজন জানান, তাদের প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ গাড়িটির আমদানিকারক। সদ্যই গাড়িটি আমদানি করা হয়েছে। তবে সদ্য আমদানি করা গাড়িটির কোন রকম কাগজপত্র দেখাতে পারেননি তারা। একপর্যায়ে পুলিশকে ওই জাগুয়ার গাড়িটি ছেড়ে দেন।
×