ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদ শুভেচ্ছা বিনিময়

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সহযোগিতা করুন ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৩, ২৯ জুন ২০১৭

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সহযোগিতা করুন ॥ প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে লিঙ্গ, বয়স ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। গত সোমবার পবিত্র ঈদ-উল ফিতরের দিন গণভবনে সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী এবং পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বছর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের প্রত্যেকটি জামাত সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যেকে সচেতন হওয়ায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে তাদের আন্তরিক প্রচেষ্টা চালানোর কারণে এটি সম্ভব হয়েছে। এক মাস রোজা শেষে ঈদ প্রতিটি পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে এনেছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। প্রধানমন্ত্রী জাতির পিতা, চার জাতীয় নেতা, স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মা-বোনদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এখন দ্রুত অগ্রগতি হচ্ছে। বাংলাদেশের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই মর্যাদা হারিয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ এখন আবার জেগে উঠেছে। হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল বিবেচিত হচ্ছে। বর্তমান সরকার জনগণের খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গৃহায়ণ ও একটি সুন্দর জীবন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তার সরকার দেশের অর্থনীতি আরও শক্তিশালী করতে সারাদেশে এক শ’ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষার সুযোগ নিশ্চিত করে, গৃহহীনদের আবাসনের ব্যবস্থা এবং ভূমিহীনদের জমি দিয়ে সরকার সার্বিকভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। প্রস্তাবিত বাজেট আগামী অর্থবছরে জনগণের জীবনযাত্রায় পরিবর্তন আনবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য আরও পরিবর্তন হবে, আরও উন্নত হবে এবং আমরা সেই লক্ষ্য নিয়েই বাজেট দিয়েছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, সেটাই আমরা চাই। ঈদের দিনে সকলের প্রতি মোবারকবাদ জানাই।’ গণভবনের মাঠে সামিয়ানা টাঙিয়ে অস্থায়ী প্যান্ডেলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় জনসাধারণের জন্য গণভবনের গেট খুলে দেয়া হয়। ঈদের নামাজ শেষে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসেন। গণভবনের বিশাল লোনে আয়োজিত এই অনুষ্ঠান ছিল সুসজ্জিত। অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যবর্গ ফুল দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এবং ভিক্ষুক ও ছিন্নমূলসহ সমাজের সকল স্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম এবং সহকারী প্রেসসচিব এমএম ইমরুল কায়েস সোমবার বিকেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
×