ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহরিয়ার সুমনের ৪ নাটক

প্রকাশিত: ০৩:৩৭, ২৯ জুন ২০১৭

শাহরিয়ার সুমনের ৪ নাটক

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় বিভিন্ন চ্যানেলে প্রচার হবে তরুণ নির্মাতা শাহরিয়ার সুমনের ৪টি নাটক। এর মধ্যে রয়েছে ৭ পর্বের একটি ধারাবাহিক, একটি টেলিফিল্ম এবং দুটি খ- নাটক। ধারাবাহিক নাটকটি হলো ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বউ পাগল’। নাটকটি রচনা রুহুল আমিন পথিক। পরিচালনায় শাহরিয়ার সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুর নূর সজল, মৌসুমি নাগ, মাজনুন মিজান, নাসিমা খান প্রিমা, পুতুল, এসএম মহসিন, দ্বীপক কর্মকার, শেলী আহসান, সাহেলা আক্তার, নাবিল ইকবাল, মীর জাকির, রিয়াজ প্রমুখ। নাটকটি ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত বিকেল ৫-১০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে। ঈদের বিশেষ টেলিফিল্ম ‘অভিনয়’। রচনা ও পরিচালনা শাহরিয়ার সুমন। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, মৌটুসি বিশ্বাস, মিলন ভট্ট, কাজী উজ্জ্বল, শিশু শিল্পী ইরফানসহ অনেকে। টেলিফিল্মটি ঈদের ষষ্ঠ দিন রাত ১১-৪৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। ঈদের বিশেষ একক নাটক ‘সরল প্রেম’। রচনা বরজাহান হোসেন, পরিচালনায় শাহরিয়ার সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, নাসিমা খান প্রিমা, কচি খন্দকার, শিখা খানসহ অনেকে। নাটকটি ঈদের ষষ্ঠ দিন রাত ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে। ঈদের বিশেষ একক নাটক ‘লাল শাড়ি নীল আঁচল।’ রচনা আজম খান, পরিচালনা শাহরিয়ার সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সাব্বির আহমেদ, তিতান চৌধুরী, দীপক কর্মকার, শিখা খান, তূর্য নাসির, বকসি মামুন, মুক্তাসহ অনেকে। নাটকটি ঈদের ৭ম দিন রাত ৭-৩৫ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।
×