ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবলীগ দক্ষিণের ব্যতিক্রমী ইফতার

প্রকাশিত: ০৭:২৯, ২৪ জুন ২০১৭

রাজধানীতে যুবলীগ দক্ষিণের ব্যতিক্রমী ইফতার

বিশেষ প্রতিনিধি ॥ সবাই বঙ্গবন্ধুর একনিষ্ঠ সমর্থক -যুবলীগ নেতাকর্মী। দলের মিছিল-মিটিং, সভা-সমাবেশের অগ্র সেনানী। বেশিরভাগেরই কোন পদ-পদবি না থাকলেও ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি অলি-গলি, থানা-ওয়ার্ড থেকে যুবলীগের ব্যানারে সবাই হাজির হন একডাকে। সফল করেন আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচী। আর ঈদে বেশিরভাগই যাবেন গ্রামের বাড়িতে। অথচ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিতে পারবেন না। তাই যুবলীগের ২০ সহস্রাধিক মাঠের কর্মী গায়ে অভিজাত আড়ংয়ের নতুন পাঞ্জাবি পরে শুক্রবার হাজির হয়েছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ইফতার মাহফিলে। আর এ অনুষ্ঠানের মাধ্যমে সবাই একযোগে সালাম জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এমনই এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করা হয় বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের আয়োজক। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগ দক্ষিণের নেতাকর্মীদের মাঝে প্রায় ২১ হাজার আড়ংয়ের পাঞ্জাবি বিতরণ করেছেন সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। ওই নতুন পাঞ্জাবি পরে যুবলীগ নেতাকর্মীরা অংশ নেন ইফতার মাহফিলে। সত্যিই এক অন্যরকম ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এ অনুষ্ঠান ঘিরে। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনসাধারণের জীবনমানের উন্নয়ন, যোগাযোগ কাঠামো, বিদ্যুত উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নে অগ্রগতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশীদারিত্ব, কূটনৈতিক সাফল্য সব মিলিয়ে এটা নির্দ্বিধায় বলা যায়: স্বাধীনতার পরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সবচেয়ে ‘স্বর্ণ সময়’ অতিবাহিত করছে। ‘জনগণের ক্ষমতায়ন’ই আওয়ামী লীগের মূল চালিকাশক্তি। মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমি চাই আমার সংগঠনের প্রতিটি নেতাকর্মী আনন্দে ঈদ উদযাপন করুক। সে কারণে ২১ হাজার নেতাকর্মীর মাঝে পাঞ্জাবি বিতরণ করেছি। সবাই নতুন পাঞ্জাবি পরিধান করে এসেছেন যেন আজকেই ঈদের আনন্দ চলে এসেছে। আর যুবলীগের অনেক নেতাকর্মীই গ্রামে চলে যান ঈদ করতে। এজন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করতে পারেন না, সালামও দিতে পারেন না। তাই শুক্রবার আমরা একত্রিত হয়ে যুবলীগ চেয়ারম্যানের মাধ্যমে নেত্রীকে সালাম পৌঁছে দিয়েছি। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কাজী আনিসুর রহমান, মাঈন উদ্দিন রানা, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, নাজমুল হাসান টুটুল, মোরসালিম আহম্মেদ, খোরশেদ আলম ও একেএম মমিনুল হক সাঈদ।
×