ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন

প্রকাশিত: ০৭:১০, ২৩ জুন ২০১৭

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদকসহ নয় পদে বিএনপি এবং ৬ পদে আওয়ামী লীগ জয় পেয়েছে। সহ-সভাপতি পদে দুই প্যানেলের দুই প্রার্থীকে যুগ্মভাবে বিজয়ী করা হয়েছে। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জাকারিয়া মোল্লা সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ছালাহ উদ্দিন ঢালী বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে রেজাউর রাজ্জাক প্যারট, আতিকুর রহমানের প্রাপ্ত ভোটও ১৬৩। এই দুজনের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। সহ-সাধারণ সম্পাদক পদে রেক্সনা আক্তার লাকী বিজয়ী হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ সুমন মিয়া সরদার, ক্রীড়া ও নাট্য সম্পাদক হোসেন রানা, কার্যকরী সদস্য পদে শ.ম ইয়াজুর রহমান মনা, আসাদুজ্জামান উজ্জল বিজয়ী হয়েছেন। অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় তিন সম্পাদকসহ ৬ পদে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, লাইব্রেরি সম্পাদক সিরাজুল হক লিটন, দফতর সম্পাদক ফরাজী সামছুজ্জামান মানিক, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ উজ্জ্বল, সদস্য- কামরুজ্জামান মুকুল, মাহাবুবা মান্নান সুমী, চৌধুরী মোস্তফা আল মামুন টিটু। মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১০ জেলে অপহৃত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে সুমন বাহিনী বুধবার রাতে চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে। বৃহস্পতিবার বন থেকে ফিরে অপর জেলেদের সূত্রে এ খবর পাওয়া গেছে। সূত্র জানায়, সুমন বাহিনী নামের ৬-৭ জনের দস্যু দল চাঁদপাই রেঞ্জের তাম্বলবুনিয়া ও কলামুলা এলাকায় জেলেদের বহরে হামলা চালায়। দস্যুরা ১০ টি নৌকায় হানা দিয়ে রতিয়া রাজাপুর ও উত্তর রাজাপুর এলাকার সগির আকন, ছরোয়ার গাজী, জাকির হোসেন ও চাঁনমিয়া আকনের নৌকার জেলে ইউসুফ হাওলাদার, রাজ্জাক হাওলাদার, ফরহাদ ফকির, সোহেলা মৃধা ও আজিজ মৃধাসহ ১০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এদের বাড়ি শরণখোলার উত্তর রাজাপুর ও ধানসাগর এলাকায়। একই সঙ্গে দস্যুরা চাঁদা দাবি করে ২২/২৩ টি নৌকার মহাজনদের মুঠোফোনে যোগাযোগের হুমকি দেয়।
×