ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিটিভির ঈদ ‘আনন্দমেলা’

প্রকাশিত: ০৭:২১, ২২ জুন ২০১৭

বিটিভির ঈদ ‘আনন্দমেলা’

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে নাটক, আনন্দমেলা, বিশেষ সঙ্গীত অনুষ্ঠানসহ নানা আয়োজন। ঈদ অনুষ্ঠান আয়োজন নিয়ে বিটিভির সভাকক্ষে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার মাসউদুল হক। তিনি বিটিভির ঈদ আয়োজন নিয়ে এ প্রসঙ্গে বলেন এবারের ঈদের অন্যতম আয়োজন ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবার এ সাজানো হয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। এ প্রসঙ্গে অনুষ্ঠানটির পরিকল্পনাকারী বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে অনুষ্ঠানটি নির্মাণেই রাখা হয়েছে অত্যাধুনিকতার ছাপ। সম্পূর্ণ আলো নির্ভর এলইডি টে, ড্রোন ক্যামেরা, অত্যাধুনিক সাউন্ড সিস্টেমসহ অনেক নতুন প্রযুক্তিই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এবারের আনন্দমেলায়। তিনি আরও বলেন, বিটিভির দু’জন চৌকস কর্মকর্তা নূর আনোয়ার রনজু এবং মোঃ মাহফুজার রহমান ছিলেন পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে। তাদের মেধাযজ্ঞ আনন্দমেলাকে দিয়েছে নতুন মাত্রা। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল এবং অভিনেত্রী তারুণ্যের ক্রেজ নুসরাত ফারিয়ার নেতৃত্বে গ্রুপ ড্যান্স, বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণার ব্যতিক্রমধর্মী জাদু এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৪০ নারী বাদ্যযন্ত্রী অর্কেস্ট্রাসহ কিছু ব্যতিক্রম পরিবেশনা আনন্দমেলার অন্যতম আকর্ষণ। আয়নাবাজি খ্যাত নাবিলা এবং জনপ্রিয় অভিনেতা সজলের উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থণায় আছেন তরুণ লেখক রাব্বী আহমেদ। আনন্দমেলার টাইটেল গানেই অংশ নিয়েছেন নন্দিত চার শিল্পী-মেহরীন, আঁখি আলমগীর, রাফাত এবং তানভীর তারেক। এছাড়া দুই ধারার জনপ্রিয় দুজন শিল্পী কুদ্দুস বয়াতি এবং পথিক নবীকে আনন্দমেলায় অদলবদল ভূমিকায় দেখা যাবে। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেছেন কুমার বিশ্বজিৎ, হাবীব, আরেফিন রুমি এবং চন্দন সিনহা। বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় জব্বারের বলি খেলার চারজন জনপ্রিয় বলি খেলোয়াড়কে নিয়ে আয়োজন করা হয়েছে একটি বিশেষ গেমস শো। এছাড়াও সমাজের সাম্প্রতিক সময়ের নানা বিচ্যুতি, সামাজিক অবস্থাকে ছোট ছোট নাটিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে। নাটিকার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড এজাজ, হাসান মাসুদ প্রমুখ। ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর শুধুমাত্র বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
×