ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্মিংহাম ওপেনে কেভিতোভার শুভসূচনা, এ্যায়িগন ওপেনে ফেভারিট মারের শুরুতেই বিদায়

পালমা ওপেনে আজারেঙ্কার শুভ প্রত্যাবর্তন

প্রকাশিত: ০৭:১৩, ২২ জুন ২০১৭

পালমা ওপেনে আজারেঙ্কার শুভ প্রত্যাবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক উইম্বলডন ফাইনালিস্ট গারবিন মুগুরুজার জন্য দিনটি ছিল অনেক কঠিন। আরেকটু হলেই তিনি ছিটকে যেতেন বার্মিংহাম ওপেন টেনিসের আসর থেকে। ষষ্ঠ বাছাই এই স্প্যানিশ নারীকে প্রথম রাইন্ড থেকেই আরেকটু হলে বিদায় করে দিচ্ছিলেন রাশিয়ার এলিজাভেটা কুলিচকোভা। অভিজ্ঞতার জোরেই মূলত ম্যাচ জিতে নেন গারবিন। জেতেন ৬-৩, ৩-৬, ৬-৪ সেটে। প্রথম সেটে মোটামুটি অনায়াসেই জেতেন গারবিন। কিন্তু পরের সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এলিজা। তৃতীয় ও শেষ সেটটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। গারবিন একবার এগিয়ে যান তো পরের গেমে সমতা আনেন এলিজা। শেষ পর্যন্ত বিজয়ী হয়ে স্বস্তির হাসি হাসেন গারবিন। ‘মনে হচ্ছিল এটা দুই বিড়ালের মরণপণ লড়াই। আমি জিতলেও এলিজা অসাধারণ খেলেছে।’ জয়ের পর গারবিনের প্রতিক্রিয়া। তিনি আরও যোগ করেন, ‘এরচেয়ে ভাল খেলার সামর্থ্য আমার রয়েছে বলে বিশ্বাস করি।’ গারবিনের পরবর্তী প্রতিপক্ষ ৪৫ নম্বর র‌্যাঙ্কধারী যুক্তরাষ্ট্রের এ্যালিসন রিস্কে, যিনি গতবার এই টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট ছিলেন। এছাড়া দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও জয় কুড়িয়ে নিয়েছেন। তিনি ৬-২, ৬-৩ সেটে হারান স্বদেশী তেরেজা স্মিটকোভাকে। ‘আমি সবসময়ই ঘাসের কোর্টে খেলতে ভালবাসি। অনেকদিন পর টেনিসে ফিরে আবারও খেলতে পেরে খুব ভাল লাগছে। জিতে ভাল লাগাটা যেন দ্বিগুণ হয়েছে।’ জয়ের পর এমনই ছিল চেককন্যা পেত্রার অনুভূতি। এই আসরে গতবার তিনি সেমিফাইনাল খেলেছিলেন। এদিকে তৃতীয় বাছাই সেøাভাকিয়ান ডমিনিকা সিবুলকোভা ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৫ সেটে হেরে গেছেন চেককন্যা লুসি সাফারোভার কাছে। এছাড়া অন্য ম্যাচে এ্যালিসন রিস্কে, চীনের শুয়াই ঝ্যাং, যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েঘে, ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাডেনোভিচ, অস্ট্রেলিয়া ডারিয়া গাভ্রিলোভা, এ্যাশলে বার্টি, ব্রিটেনের জোহানা কন্টা, চেক প্রজাতন্ত্রের ক্যাটরিনা সিনিয়াকোভা, ইতালির ক্যামেলিয়া গিওর্গি নিজ নিজ খেলায় জয়লাভ করে উন্নীত হন পরবর্তী রাউন্ডে। স্পেনে অনুষ্ঠিত পালমা ওপেনে মেয়েদের সাবেক শীর্ষ র‌্যাঙ্কধারী বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা মা হবার পর আবারও টেনিসে ফিরেই জিতে শুভসূচনা করেছেন। জাপানের রিসা ওযাকিকে তিনি হারান ৩-৬, ৬-৪, ৫-৪ (রিসা আহত অবসর) সেটে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তিনি। পরিষ্কার ফেবারিট হিসেবেই জর্ডান থম্পসনের বিপক্ষে কোর্টে নেমেছিলেন এ্যান্ডি মারে। কিন্তু র?্যাঙ্কিংয়ের ৯০ নম্বর খেলোয়াড় থম্পসনের কাছে হেরে এ্যায়িগন চ্যাম্পিয়শিপের (কুইনস ক্লাব চ্যাম্পিয়নশিপ) প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা। লন্ডনে অস্ট্রেলিয়ার থম্পসনের কাছে সরাসরি সেটে হারেন র?্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা মারে। প্রথম সেটেই চমক দেখান থম্পসন। প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে জিতে নেন অস্ট্রেলিয়ান তরুণ। দ্বিতীয় সেটে মারে পাত্তাই পাননি। দ্বিতীয় সেট ৬-২ গেমে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন থম্পসন।
×