ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৯, ২২ জুন ২০১৭

টুকরো খবর

২০ দোকান পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী বাজারে অগ্নিকা-ে পুড়ে গেল প্রায় অর্ধকোটি টাকার সম্পদ। বুধবার সকাল সাড়ে ৭টায় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির হোসেন ও ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এর মধ্যেই বাজারের তামিম লাইব্রেরি, মনসুরের কাপড়ের দোকান, ডাব্লিউ এর বীজের দোকান, ফারুক, একরামুল, মান্নান, বিঞ্চু এর কাপড়ের দোকান, শাহাজাহান ও দুলালের জুতার দোকান, আজিজুল, আশরাফুল ও জহুরুলের রড গালামালের দোকান, রফিকুলের ডিমের আড়ত, হাকিম, জহুরুল, নোলা ও আনিছুরের মুদি দোকান ও আলমগীরের ফলমূলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রমিলা ক্রিকেটারদের যৌন হয়রানির ঘটনায় কোচ আবু সামাদ মিঠুর বিচারের দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে খেলাঘর আয়োজিত এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয়। অভিযুক্ত আবু সামাদ মিঠু জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কোচ। একই সঙ্গে তিনি জেলায় পরিচালিত প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক। মানববন্ধন কর্মসূচীতে জানানো হয়, ৯ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে গোর-এ শহীদ বড় ময়দানে আবু সামাদ মিঠুর অধীনে ক্রিকেট অনুশীলন করে আসছে। ১ জুন মাঠে অনুশীলন করার সময় ওই ছাত্রী বলের আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিঠু মাঠের পার্শ্বে অবস্থিত স্পোর্টস ভিলেজে নিয়ে যায়। এ সময় সেখানে কোচ মিঠু ছাত্রীটির শ্লীলতাহানি ঘটায়। পরে বাড়িতে এসে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে খাওয়া-দাওয়া ও কথা বলা বন্ধ করে দেয়। অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার ভোরে র‌্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রাম থেকে মিরাজ হাসানকে গ্রেফতার করেছে। এ সময় তার বাড়ি থেকে পিস্তল, রামদা ও বোমা উদ্ধার করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। মিরাজ হাসান পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। র‌্যাব-১২ জানান, আটককৃত মিরাজ হাসানের বাড়ি থেকে ১টি পিস্তল, ১টি রামদা ও ১টি ককটেল উদ্ধার করা হয়েছে। বাগেরহাট স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে ওয়ান শূটার গান ও তিন রাউন্ড গুলিসহ আলামিন ইসলাম মনির নামে যুবককে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার রাতে তাকে রামপাল থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে। আটক আলামিন ইসলাম মনির গৌরম্ভা এলাকার মোছলেম উদ্দিন শেখের ছেলে। র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বলেন, ফয়লা এলাকায় কয়েক যুবক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন নামঞ্জুর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দ্রুত বিচার আইনের পলাতক ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। বুধবার দিনাজপুরের দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের আদালতে চিরিরবন্দর উপজেলার ভবেরবাজার এলাকার ১৩ জামায়াত-শিবির নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ১৩ জামায়াত-শিবির নেতাকর্মী হলোÑ চিরিরবন্দর উপজেলার ভবেরবাজার এলাকার মাসুদ আলম (২৮), হাসান আলী (৪০), আমজাদ হোসেন (৪২), নুরুল ইসলাম (৪৮), বাবলু মিয়া (৩৫), সাবু মিয়া (৩০), হাছেন আলী (৫০), আবদুল হাকিম (৩২), আমিনুল ইসলাম (৩০), লুৎফর রহমান (৩২), হামিদুল ইসলাম (২৪), ফারুক হোসেন (৩৫) ও খয়ের আলী (৩৮)। বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফেন্সি বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর চায়না বাজার গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের হিরুর স্ত্রী ফেন্সি বেগম প্রতিদিনের মতো সকালে গোয়ালঘর পরিষ্কার করতে যায়। এ সময় ঘরে বিদ্যুতের তারের সঙ্গে লাগানো বেড সুইচে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশু অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ জুন ॥ কালীগঞ্জের চাদপাড়া গ্রামে সজনী নামের ৫ বছরের এক শিশুকে অপহরণ করার সময় শফিউদ্দিন নামের এক শিশু অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক শফিউদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এমদাদ ম-লের ছেলে। আর উদ্ধারকৃত সজনী কালীগঞ্জ উপজেলার চাদপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পুলিশ জানায়, শিশু সজনী তার দাদির সঙ্গে বাড়ির পাশের মাঠে গিয়েছিল। সজনীর দাদি পাটের পাতা কাটতে জমিতে ঢুকলে শিশু শফিউদ্দিন তাকে খেজুর খাওয়ানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। সে সময় সজনীর চিৎকারে তার দাদি দৌড়ে অপহরণকারীকে জাপটে ধরে ফেলে। পরে মাঠের কৃষকরা এসে অপহরণকারীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশ সোপর্দ করে। পলিথিন তৈরির সরঞ্জাম আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ভ্যাট শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টম, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট টিম শহরের কাটনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলিথিন তৈরির জন্য অবৈধভাবে আনা ২৮ মেট্রিক টন পিপি (পলি প্রোফাইল) আটক করেছে। এর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে পলিথিন তৈরির জন্য ওই প্লাস্টিক দানা আনা হয়েছিল। মঙ্গলবার রাতে শুল্ক গোয়েন্দা ও ভ্যাট বিভাগ যৌথভাবে এই অভিযান চালায়। পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২১ জুন ॥ বান্দরবানে অবাধে পাহাড় কাটা ও ঝিরি-ঝর্ণা থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় একটি সংগঠন। বুধবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই মানববন্ধনে বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন ও পাথর উত্তোলনের কারণে পাহাড়ী এলাকায় পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে ঘটছে মানবিক বিপর্যয়। এসব দুর্যোগ থেকে স্থানীয়দের রক্ষা করতে হলে প্রতিটি পাড়ায়, প্রতিটি এলাকায় সবুজ বনায়ন করতে হবে, বন্ধ করতে হবে বৃক্ষ ও পাহাড় নিধন। বান্দরবান সদর উপজেলা নেটওয়ার্ক কমিটি আয়োজিত এই কর্মসূচীতে শতাধিক মানুষ অংশ নেন।
×