ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ডায়ানা দুর্ঘটনায় জড়িত ছিল এমআইফাইভ

প্রকাশিত: ০৬:৩১, ২২ জুন ২০১৭

ডায়ানা দুর্ঘটনায় জড়িত ছিল এমআইফাইভ

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের সাবেক কর্মকর্তা জন হপকিনস মৃত্যুশয্যা থেকে দাবি করেছেন, তিনিই প্রিন্সেস ডায়ানাকে হত্যা করেছেন। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে এ অশিতিপর বৃদ্ধ বিস্ময়কর সব তথ্য দিয়ে যাচ্ছেন। তার দাবি, তিনি ১৯৭৩ থেকে ৯৯ সাল পর্যন্ত প্রিন্সেস ডায়নাসহ অত্যন্ত তেইশ ব্যক্তিকে হত্যায় জড়িত ছিলেন। জীবনের আটত্রিশটি বছর তিনি এমআইফাইভের চর হিসেবে কাজ করেছেন। এ সময়ে তাকে ভাড়াটে খুনি হিসেবেও কাজে লাগানো হয়েছে। খবর এসএনওপিএসডটকম। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় যাকে হুমকি মনে করা হত, তাকে সুকৌশলে হত্যা করাই ছিল কাজ। সে সময়ে যুক্তরাজ্য বহির্বিশ্বে খুব কমই অভিযান চলিয়েছে। হপকিনসের দাবি, ব্রিটেনজুড়ে রাজনৈতিক গুপ্তহত্যা চালাতে সাতজনের একটি গ্রুপের সদস্য ছিলেন তিনি। তার গুপ্তহত্যার শিকার অধিকাংশই ছিলেন রাজনীতিবিদ, এ্যাকটিভিস্ট, সাংবাদিক ও ইউনিয়ন নেতা। হপকিনস বলেন, তার হত্যাকা-ের শিকার হওয়ার ব্যক্তিদের মধ্যে ডায়ানা ছিলেন একরকম ভিন্ন মানুষ। তার ফাঁদে পড়ে মরতে হয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে ডায়ানা একমাত্র নারী ও রাজপরিবারের সদস্য। ডায়ানার মৃত্যুর বিষয়ে তিনি পুরোপুরি দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। ডায়ানাকে হত্যার প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজবধূর ছিল চোখ ঝলসানো রূপ। তিনি ছিলেন তুখোর বুদ্ধিমত্তাসম্পন্ন ও দয়ালু হৃদয়ের। এত কম বয়সে তার মৃত্যু আসলে কাম্য ছিল না। কিন্তু এটাও সত্য যে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন। রাজপরিবারের প্রতি ছিল তার অনেক ক্ষোভ। একইসঙ্গে তিনি বহু গোপনীয় খবর জানতেন, যেটা তার জন্য কাল হয়েছিল। তবে তার বক্তব্যের কোন সত্যতা নিশ্চিত করা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম হপকিনসের বক্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হয় ডায়ানার। ১৯৯৬-৯৭ সালে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ও ছাড়াছাড়ি হয়েছে। এরপরে মিসরের ধনকুবের মুহাম্মদ আল ফায়েদের ছেলে দোদি আল ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ৯৭ সালে ছুটি কাটিয়ে প্যারিস হয়ে লন্ডনে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আগামী ৩১ আগস্ট তার মৃত্যুর কুড়ি বছর পূর্ণ হতে যাচ্ছে। হপকিনস বলেন, প্রিন্স ফিলিপের কাছ থেকে তাকে হত্যার নির্দেশ এসেছিল। দেশের প্রথম সারির সংবাদপত্রগুলো পক্ষে রেখে বাকিংহাম প্রসাদে তাকে হত্যার ছক কষা হয়।
×