ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা যেন বেআইনী কাজে না জড়ায় সেদিকে নজর রাখার পরামর্শ

প্রকাশিত: ০৮:২১, ২১ জুন ২০১৭

রোহিঙ্গারা যেন বেআইনী কাজে না জড়ায় সেদিকে নজর রাখার পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমার থেকে আসা শরণার্থী রোহিঙ্গারা যেন রাষ্ট্রদ্রোহী বা বেআইনী কোন কর্মকা-ে জড়িয়ে না পড়ে সে দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন শরণার্থী বিশেষজ্ঞরা। মঙ্গলবার আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশে জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সিনিয়র প্রটেকশন অফিসার তাইবা শরীফ এবং অভিবাসন শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর। এছাড়াও বক্তব্য রাখেনÑ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী এবং ট্রাস্টি মফিদুল হক। তাইবা শরীফ বলেন, রোহিঙ্গা সমস্যাটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, তবুও মানবিক কারণে উদ্বাস্তু আশ্রয় দিয়ে বাংলাদেশ সত্যিই মহত্ত্বের পরিচয় দিয়েছে। ঘরবাড়ি হারানো মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে এ দেশের জনগণও। কিন্তু দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দিতে হবে তাদের নিজ দেশে। আসিফ মুনীর বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের সহায়তা দিলেও তারা ক্রমেই জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠছে। এদিকে সরকারের গোচরে বা অগোচরে হোক আরব দেশ থেকে আসা ধর্মভিত্তিক সংগঠনগুলো তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার আগেই সরকারকে সতর্ক হতে হবে। একই অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধকালীন ৩নং সেক্টর কমান্ডার ও এসফোর্স প্রধান কে এম সফিউল্লাহ যুদ্ধে ব্যবহৃত একটি পিস্তল ও তার হাতঘড়িটি মুক্তিযুদ্ধ জাদুঘরে দান করেন। অনুষ্ঠানে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও এসফোর্সের বীরত্বের গল্প শোনান।
×