ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ০৬:৪০, ২১ জুন ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মির্জাপুরে বাসচালক, মুন্সীগঞ্জ, বরিশাল, সিরাজগঞ্জে বেলকুচি ও চট্টগ্রামের সীতাকু-ে একজন করে নিহত হয়েছে। অপরদিকে ১৫ সেনা সদস্যসহ আহত হয়েছে ২১ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ মির্জাপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা নামকস্থানে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে বাস হেলপার ঘটনাস্থলে নিহত ও ১৫ সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনিং শেষে সেনা সদস্যরা টট্টগ্রাম থেকে রাজশাহী যাচ্ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে সাত সেনা সদস্যকে প্রথমে কুমুদিনী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়া হয়েছে। মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাইক্রবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে শফিকুল ইসলাম (৪৫) নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে মহাসড়কের বালুয়াকান্দি এলাকার আল কুতুবিয়া হোটেলর সামনে ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মঙ্গলবার সকালে ট্রাকের সঙ্গে রিক্সাভ্যানের সংঘর্ষে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন, জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৪৫)। এ ঘটনায় ভ্যানচালক সাদ্দাম গুরুতর আহত হয়েছেন। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী দুটি মাহিন্দ্রা টেম্পুর মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (৪৫) নামের একযাত্রী নিহত হয়েছেন। নিহত মনির নগরীর আলেকান্দা এলাকার জয়নাল আবেদীনের পুত্র। সীতাকু- সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলাবার সকাল ১০টায় বাড়বকু- বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। বেলকুচি, সিরাজগঞ্জ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সিরাজগঞ্জ-এনায়েতপুর পাকা সড়কে সুবর্নসাড়া এলাকায় ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সিএনজির সংঘর্ষে গৃহবধূ সাথী খাতুন (৩৫) নিহত এবং ২ শিশু কন্যাসহ ৪ জন আহত হয়েছে।
×