ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রথযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ

প্রকাশিত: ০৮:৪৩, ২০ জুন ২০১৭

রথযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় পুলিশ সর্বোচ্চ ও নিশ্চিদ্র নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আগামী ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নয় দিনব্যাপী হিন্দুদের রথযাত্রা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিরাজমান ধর্মীয় সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। তিনি বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে রথযাত্রা উৎসবকে শাšিতপূর্ণ ও নির্বিঘ্ন করতে সবার প্রতি আহ্বান জানান। একেএম শহীদুল বলেন, প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিককে নিরাপত্তা সচেতন হতে হবে। নিজেদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে হবে। সভায় সঠিক সময়ে রথযাত্রা শুরু করার সিদ্ধাšত গৃহীত হয়। হিন্দু নেতারা রথযাত্রা উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হিন্দুদের সব ধর্মীয় উৎসব পালনকালে পুলিশ যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় তা প্রশংসনীয়। প্রধান রথযাত্রা আগামী ২৫ জুন দুপুর ২টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ৩ জুলাই দুপুর আড়াইটায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে। এছাড়া ধামরাই, গাজীপুর, সিলেট, নওগাঁ, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, মৌলভীবাজার, মানিকগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হবে। চুরি ডাকাতি ছিনতাই নেই এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, রাজধানীতে এই রমজানে চুরি, ডাকাতি, ছিনতাই ও অজ্ঞান-মলম পার্টি নেই। সোমবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার ও হাইকোর্ট মাজার গেটের সামনে অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আগে বক্তব্যে তিনি এ দাবি করেন। এ সময় তিনি বলেন ‘আপনাদের ভালো রাখার জন্য বাংলাদেশ পুলিশ দিনরাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপির কার্যক্রম আরও বেগবান করেছি। ঢাকা মহানগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান-মলম পার্টি নাই বললেই চলে। পরে ডিএমপির পক্ষ থেকে কমিশনার দুস্থদের মধ্যে এক হাজার ৯০০ পিস শাড়ি, লুঙ্গি ও শিশুদের পোশাক বিতরণ করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার মোঃ শাহাব উদ্দিন কোরেশীসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×