ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে মেয়র ও কাউন্সিলর সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জুন ২০১৭

শাহজাদপুরে মেয়র ও কাউন্সিলর সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৯ জুন ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, মেয়র মিরু ও কাউন্সিলর আব্দুর রাজ্জাকের সাময়িক বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। জানা গেছে, ‘দৈনিক সমকাল’ এর শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে গত ২ ফেব্রুয়ারি মেয়র হালিমুল হক মিরু ও তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি দুপুরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একই দিন রাতে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ৫৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে শাস্তির নির্দেশ সংবাদদাতা, মেহেরপুর, ১৯ জুন ॥ ২৫ এপ্রিল সদর পৌরসভা নির্বাচনে স্থগিত ২টি ভোট কেন্দ্রে নির্বাচনে দায়িত্ব পালনের সময় কর্তব্যরত ৫৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনের উপসচিব (পরিচালনা-২) নুরুজ্জামান তালুকদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর পত্র প্রেরণ করেছেন। রবিবার রাতে জেলা নির্বাচন অফিসে এ পত্রটি এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর প্রেরিত পত্র অনুযায়ী জানা যায়, গত ২৫ এপ্রিল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ১১নং (পুরুষ) ও ১২ নং (মহিলা) কেন্দ্রে ২টি ব্যালট পেপার ছিনতাই ও জোরপূর্বক সিল মারার কারণে ভোটগ্রহণের দিন ওই দুইটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
×