ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন হাজার এক শ’ টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বিকল

প্রকাশিত: ০৬:৪৯, ২০ জুন ২০১৭

তিন হাজার এক শ’ টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বিকল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসা খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও নন্দীপাড়া, খিলগাঁও বি-ব্লক, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, সিদ্ধেশ্বরী, মগবাজার ও সায়েদাবাদ এলাকায় উন্নয়নমূলক কাজে রাস্তা খনন করায় বিটিসিএলের ভূ-গর্ভের ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় তিন হাজার এক ’শ টেলিফোন বিকল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়াসার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০টি, বনশ্রী এলাকায় ৬৫টি, গোড়ান ও নন্দীপাড়া এলাকায় ২১০টি, খিলগাঁও বি-ব্লক এলকায় ১৫০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় কাকরাইল এলাকায় ৭৬০টি, শান্তিনগর এলাকায় ৬৮০টি, ফকিরাপুল এলাকায় ৪৮০টি, সিদ্ধেশ্বরী এলাকায় ৩০০টি, মগবাজার এলাকায় ২৯৫টি এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট বিকল রয়েছে। -বিজ্ঞপ্তি ঢাকাএভ নির্বাচন ২১ জুলাই গত ১৫ এপ্রিল অনুষ্ঠেয় এবং ৮ এপ্রিল অনিবার্য কারণে স্থগিত ঘোষিত ঢাকা-রাজশাহী-রংপুর কাস্টমস, এক্সাইজ এ্যান্ড ভ্যাট এগ্জিকিউটিভ অফিসার্স এ্যাসোসিয়েশন (ঢাকাএভ) নির্বাহী পরিষদ ও বাকাএভ প্রতিনিধি নির্বাচন-২০১৭ ঢাকাএভ এডহক কমিটির ১১ জুন অনুষ্ঠিত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাকে আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইতোমধ্যে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য সচিব পারিবারিক কারণে পদত্যাগ করায় ও একজন সদস্য নির্বাচনী কার্যক্রম পরিচালনায় গড়িমসি করায় ঢাকাএভ এডহক কমিটির ১১ জুন অনুষ্ঠিত জরুরী সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বাকাএভ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২১ অনুযায়ী নিম্নবর্ণিতভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন করেন : চেয়ারম্যান শফিউল আলম, সহকারী কমিশনার (অব), সদস্য সচিব আবদুল মোনায়েম খান, সুপারিনটেনডেন্ট (অব), সদস্য এ কে এম আঃ লতিফ, রাজস্ব কর্মকর্তা (অব), খায়রুল কবির খান, রাজস্ব কর্মকর্তা (পিআরএল) ও এস এম শাহই আলম, রাজস্ব কর্মকর্তা (পিআরএল)। -বিজ্ঞপ্তি
×