ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র প্রবাসী জামালপুরের সেন্টু হত্যাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৭:১০, ১৮ জুন ২০১৭

যুক্তরাষ্ট্র প্রবাসী জামালপুরের সেন্টু হত্যাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৭ জুন ॥ যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তাফিজুর রহমান সেন্টুকে গুলি করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানান। নিহত প্রবাসী মোস্তাফিজুর রহমান সেন্টুর বাড়ি জামালপুর সদর উপজেলার পিয়ারপুরের জাগির মির্জাপুর গ্রামে। সংবাদ সম্মেলনে নিহতের সহোদর মোঃ আনোয়ার হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেকার্স ফিল্ড শহরে স্থায়ী বাসিন্দা তার ভাই মোস্তাফিজুর রহমান সেন্টু ২০০৭ ডিভি লটারির মাধ্যমে নাগরিকত্ব নিয়ে সপরিবারে সেখানে বসবাস করতেন। সেখানে তার স্ত্রী ফারজানা আক্তার সীমা, এক মেয়ে ও ২ ছেলে রয়েছে। জীবিকা নির্বাহের জন্য মোস্তাফিজুর রহমান সেন্টু সেখানে ভাড়ায় চালিত টেক্সিক্যাব চালাতেন। ১৪ জুন তার বাড়ির পাশে নিজস্ব মালিকানাধীন কার সার্ভিসিং সেন্টারের সামনে একদল মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসীরা তার বুকে আটটি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চরফ্যাশনে অগ্নিকা-ে ১৫ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৭ জুন ॥ ভোলার চরফ্যাশন বাজারে শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, রাত সাড়ে ৩ টার সময় চরফ্যাশন বাজারের সদর রোডের থানা রোড সংলগ্ন হাসানের বস্ত্র বিতানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচটি মুদি দোকান, একটি লেপ-তোষকের, একটি হার্ডওয়্যারের, একটি সেলুন, তিনটি ইলেকট্রনিক্স, একটি ফলের, একটি মুড়ি, একটি টেইলারের দোকান এবং একটি মুদি মালামালের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। দুস্থ মায়েদের ঈদ উপহার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ১শ’ ৬০ জন ষাটোর্ধ দুস্থ ও অসহায় মায়ের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ নারীসেবা কর্মসূচীর আওতায় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উপহার প্রদান করা হয়। ডিভাইন গ্রুপ ও জয়তী সোসাইটির নিজস্ব তহবিল থেকে দেয়া ঈদ উপহারের মধ্যে ছিল প্রত্যেকের জন্য নতুন শাড়ি, পেটিকোট, সেমাই, চিনি, সাবান, চাল, ডাল ও আলু। ষাটোর্ধ নারীসেবা কর্মসূচী বাস্তবায়ন কমিটির উদ্যোগে যশোর জয়তী ভবন মিলনায়তনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজায়ে রাব্বী। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট সালেহা বেগম। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৭ জুন ॥ আজ শনিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য জেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ১৯ লাখ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচলিক রিয়াজুল অলম খান, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ। কক্সবাজারে বন্যার পর শতাধিক গরুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বন্যার পর অজ্ঞাত রোগে শতাধিক গরুর মৃত্যু হয়েছে। এ কারণে চকরিয়া, মহেশখালী, টেকনাফ, উখিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার কৃষক পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জেলা পশু হাসপাতাল ও উপজেলা পর্যায়ে পশু ডাক্তারদের দেখাই মিলছে না বলে জানা গেছে। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানিয়েছেন, চলতি সপ্তাহে ভারি বর্ষণে মাতামুহুরী নদীতে পাহাড়ী ঢল নামে।
×