ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকের নতুন সেবা চ্যাটবট

প্রকাশিত: ০৬:২২, ১৭ জুন ২০১৭

ফেসবুকের নতুন সেবা চ্যাটবট

নতুন সেবা দিতে যাচ্ছে ফেসবুক। যেখানে বন্ধুর সঙ্গে রাতের খাবারসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকের হয়ে মধ্যস্থতা করবে ফেসবুকের চ্যাটবট। ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রযুক্তিতে একটি চ্যাটবট অন্য চ্যাটবট বা মানুষের সঙ্গে মধ্যস্থতা করতে পারবে। নতুন এ প্রযুক্তিকে পার্সোনাল ডিজিটাল এ্যাসিস্টেন্ট তৈরির লক্ষ্যে মূল ধাপগুলোর একটি বিবেচনা করছে ফেসবুক গবেষকরা। এ প্রযুক্তিতে ব্যবসায়িক চ্যাটবট বা গ্রাহক সেবা প্রতিনিধির সঙ্গে পণ্যের দর কষাকষি করতে পারবে নতুন চ্যাটবট। শুধু তাই নয়, বন্ধুর সঙ্গে খাবারে কোথায় এবং কখন সাক্ষাত করা যাবে সেটিও ঠিক করতে পারবে এ চ্যাটবট। ফেসবুকের প্রত্যাশা এ বট ব্যক্তির পছন্দগুলো শিখতে পারবে এবং সে অনুসারে মধ্যস্থতা করতে সক্ষম হবে। -সিএনএন
×