ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন ॥ ড. কামাল

প্রকাশিত: ০৬:২১, ১৭ জুন ২০১৭

প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র একমাত্র মূলনীতি হিসেবেই আছে। তবে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন বলে মনে করেন তিনি। শুক্রবার গণফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট ও বর্তমান পরিস্থিতির ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার তা-তো জানা আছে জনগণের। সংঘবদ্ধ হতে হয়। ঐক্যবদ্ধ হতে হয়। মৌলিক ব্যাপারে সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে অতীতে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। এখন ১৬ কোটি মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা এ দেশটার মালিক তাহলে কি উপেক্ষা করতে পারবে কেউ? মৌলিক ব্যাপারে দেশের জনগণের মধ্যে কোন অনৈক্য নেই। সাবেক আইনমন্ত্রী কামাল হোসেন বলেন, প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হলেই দেশে যারা ভোটার তারা নির্বাচিত করবেন, কারা তাদের কথা সংসদে বলবেন, সংসদ সদস্য হবেন। দেশে একশত লোকের একশ ভাগই বলবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দরকার। জনগণ বলবে আমরাই মালিক, কিন্তু আমাদের উপেক্ষা করা হচ্ছে। গণফোরাম সভাপতি বলেন, এ জন্য এখনও অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সবাই সোচ্চার। দেশে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে। আমরা সবাই বলছি অবশ্যই এটার প্রয়োজন আছে। কিন্তু সেটি হতে হবে অবাধ ও নিরপেক্ষ। এটা আমাদের গর্বের বিষয় যে মৌলিক বিষয়ে বিরোধ নেই এখানে। ধর্মের নামে এখানে রাজনীতিকে প্রশ্রয় দেয় না জনগণ। এসব বিষয়ে ঐক্যবদ্ধ ছিলাম বলেই আমরা ’৭১ এ বিজয়ী হয়েছিলাম।
×