ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঈদের আগে বেতন বোনাস দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৪:০৯, ১৭ জুন ২০১৭

ঈদের আগে বেতন বোনাস দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঈদের আগে জুন মাসের পূর্ণ বেতন ও বোনাসের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। শুক্রবার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, আবুল বাশার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, শাহীন, গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস ও যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ। সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর ঈদ এলে গার্মেন্টসগুলোতে বেতন-বোনাস নিয়ে মালিকদের টালবাহানার কারণে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। দেখা যায় ঈদের একদিন আগে বেতন-বোনাস দেয়া হয়। কোথাও হাফ বোনাস দেয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে নামমাত্র বকশিশ দেয়া হয়। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পুর্ণ বোনাস দেয়া হলেও গার্মেন্টসগুলোতে তা দেয়া হয় না। ২০ রোজার মধ্যে বেতনভাতা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এতে শেষ মুহুর্তে বেতন-বোনাস নিয়ে সংকট তৈরি হয়। তারা শ্রমিকদের পুর্ণ বোনাস দাবি জানিয়ে, ঈদ যেহেতু মাসের শেষে তাই জুন মাসের বেতন দেয়ার দাবি জানান। দুস্থদের অর্থ প্রদান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাবেক ভিক্ষুক ও দুস্থদের ঈদ উদযাপন করার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ইউনিয়নের ১৩০ দুস্থ পরিবার প্রধানের হাতে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহাদাৎ হাওলাদার, নুর আলম সরদার, হাসান আল মামুন, কহিনুর আলম, হাসনে হেনা বেগম প্রমুখ। ডিজিটাল প্রশিক্ষণ কর্মশালা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দুই দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে প্রধান অতিথি হিসেবে সনদ তুলে দেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এ সময় বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ প্রমুুখ।
×