ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:০০, ১৬ জুন ২০১৭

উবাচ

আলোচনা! স্টাফ রিপোর্টার ॥ বাজেট হলে কেউ ভাল বলবেন কেউ মন্দ বলবেন এটাই স্বাভাবিক। তবে এবার বাজেট নিয়ে দেশের অধিকাংশ মানুষের মুখেই এক কথা। ব্যাংকে টাকা রাখলেও সরকার এখন টাকা কেটে নেবে! যাদের ব্যাংকে টাকা আছে তারাও যেমন এই আলোচনায় অংশ নিচ্ছে আবার যাদের ব্যাংকে টাকা নেই তারাও করছেন। ফলে সমালোচনা মাত্রা ছাড়িয়েছে। দেশের অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান অবশ্য এই আলোচনা-সমালোচনাকেই বাজেটের সব থেকে বড় অর্জন হিসেবে দেখছেন। তাহলে কি এই বড় বড় প্রকল্পে বিনিয়োগ, বিশাল অঙ্কের বিনিয়োগ এসব বাজেটের কোন অর্জন নয়! ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে বাজেট ছিল একটি লুক্কায়িত বিষয়, সংশয়ের বিষয়, না-জানি কী হচ্ছে। আমরা এই আলোচনাকে রাস্তায় নিয়ে এসেছি। সবাই বাজেট নিয়ে কথা বলছে। বাজেটের এটাই সবচেয়ে বড় অর্জন। রোজা ভেঙ্গে যাওয়ার কথা স্টাফ রিপোর্টার ॥ সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘মিথ্যাচারের’ আশ্রয় নিচ্ছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। পাহাড় ধসে বহু মানুষের প্রাণহানি নিয়ে সরকারকে দায়ী করে খালেদার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এক ইফতার অনুষ্ঠানে নাসিম বলেন, একজন নেত্রী প্রতিদিন যা হচ্ছে তার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। পাহাড় ধসে মানুষ মরার জন্যও আওয়ামী লীগকে দুষছেন। অথচ নিজেরা ক্ষমতায় থাকাকালে ঘূর্ণিঝড়ের সময় মানুষের জীবন রক্ষায় ও তাদের পাশে দাঁড়ানোয় ব্যর্থ হয়েছেন। এখন আমাদের দোষ ধরেন, প্রতিদিন ইফতারের আগে মিথ্যাচার করেন। এতে তো রোজা ভেঙ্গে যাওয়ার কথা। অপকর্ম নয় স্টাফ রিপোর্টার ॥ সরকারের দুই আমলে ছাত্রলীগের কর্মকা- নিয়ে যত আলোচনা হয়েছে অন্য কোন বিষয়ে এত আলোচনা হয়নি। সেই ছাত্রলীগকে এবার প্রকাশ্যে কিছু উপদেশ দিচ্ছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। তিনি টাকা পয়সা এমনকি চাকরি দিতেও চেয়েছেন। তবে তিনি বলেন, তোমরা অপকর্মে লিপ্ত হবা না। টাকার দরকার হলে এসো। যখন ছাত্রত্ব শেষ করবে, চাকরি দরকার, আমার কাছে আসবে। এমন কিছু করবে না যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। তবে ক্ষমতাসীন দল করলেই যে চাকরি হবে- সে নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন সরকারের সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, লিখিত পরীক্ষায় টিকবে, তারপর। নিয়মমত আমি প্রত্যেকের জন্য চেষ্টা করব। টেন্ডার নিয়ে ছাত্ররা ‘মারামারি করে’ মন্তব্য করে কলেজ বিশ্ববিদ্যালয়ের কাজের দরপ্রস্তাবে ই-টেন্ডারিং চালু করতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
×