ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টিভির ঈদ আয়োজন

প্রকাশিত: ০৮:৩২, ১৫ জুন ২০১৭

টিভির ঈদ আয়োজন

আজমেরি হক বাঁধন ॥ সময়ের জনপ্রিয় অভিনেত্রী লাক্সকন্যা বাঁধন। কঠোর পরিশ্রম ও অভিনয় গুণের মাধ্যমে নাট্যাঙ্গনে ইতোমধ্যেই তিনি নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। জয় করে নিয়েছেন অজস্র্র দর্শকের মন। দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার ঈদে একাধিক নাটক নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন। এরই মধ্যে অনিমেষ আইচের ২টি ও অঞ্জন আইচ পরিচালিত ১টি ও সীমান্ত সজলের ১টি নাটকের শূটিং শেষ করেছেন তিনি। এ নাটকগুলোর নাম যথাক্রমে ‘ভুবনের হানিমুন’ ও ‘হোটেল বিলাসবহুল’, ‘সবাই কি একটু চুপ করবেন প্লিজ’ এবং ‘সখি ভালোবাসা কারে কয়।’ এ ছাড়াও আরও কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। আসন্ন ঈদে প্রায় প্রতিটি চ্যানেলেই এসব তারকার অভিনীত নাটক দেখতে পাবেন দর্শকরা। চঞ্চল চৌধুরীর ॥ চমক কমেডি, রোমান্টিক সব ধরনের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলে আলোচিত তিনি। বলছি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। সম্প্রতি নতুন কোন চমক না দিলেও দেয়ার অপেক্ষায় আছেন এ অভিনেতা। আর সেটা আসছে ঈদ উপলক্ষে তার অভিনয় করা একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে। একেক নাটকে একেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। এবারের ঈদের জন্য তাকে বেশ কিছু খ- ধারাবাহিক নাটকে দেখা যাবে। টিভি নাটকের অন্যতম সেরা অভিনেতা তিনি। ভক্তের সংখ্যাও তার কম নয়। এ কারণে প্রিয় অভিনেতা চঞ্চল অভিনীত বিশেষ দিবসের নাটক ও টেলিছবির কাজ নিয়ে তাদের মধ্যে আগ্রহ একটু বেশিই লক্ষ্য করা যায়। কিন্তু ‘আয়নাবাজি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় গত বছর ছোট পর্দায় খুব একটা উপস্থিতি ছিল না তার। তবে ভক্তদের জন্য সুখবর জনপ্রিয় অভিনেতাকে এই ঈদে দেখা যাবে সাগর জাহানের ‘নসু ভিলেন’, আবু হায়াত মাহমুদের ‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’ ও ‘প্রায়শ্চিত্ত’সহ বেশকিছু নাটক ও টেলিছবিতে। শবনম ফারিয়া ॥ ডাগর ডাগর চোখ আর নজরকাড়া মায়াবী মুখ। যতক্ষণ পর্দায় দেখা যায়, মুগ্ধতায় মজিয়ে রাখে। সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোট পর্দার প্রিয়মুখ শবনম ফারিয়া। বর্তমানে একাধিক ধারাবাহিক আর খ নাটক নিয়ে ভীষণ ব্যস্ত এই তরুণ অভিনেত্রী। তরুণ ছেলেদের ক্রাশ তিনি। চরিত্রের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন নিজেকে। তাই তো বিশেষ দিবসে নির্মাতাদের মধ্যেও ফারিয়াকে নিয়ে আগ্রহ একটু বেশিই লক্ষ্য করা যায়। ঈদে এই অভিনেত্রীকে দেখা যাবে সাজ্জাদ সুমনের ‘বিফলে মূল্য ফেরত’, শিহাব শাহীনের ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’, সাঈদুল ইসলাম রাসেলের ‘হানিমুন প্যাকেজ’, আরিফ আর আহনাফের ‘সিনিয়র সিটিজেন’, কাজল আরেফীন অমির ‘আরেকটি বিড়াল বিড়ম্বনা’সহ বেশকিছু নাটক-টেলিছবিতে। সিয়াম আহমেদ ॥ তরুণ প্রজম্মের জনপ্রিয় মডেল ও অভিনেতা সিয়াম আহমেদ। বিজ্ঞাপন-নাটকের জনপ্রিয় মুখ তিনি। ছোট পর্দায় তার নানামাত্রিক উপস্থিতি দর্শকরা সাদরে গ্রহণ করেছে। তরুণ অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা আছে তার। এই ঈদে বেশকিছু ভিন্ন কাজ করে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন সিয়াম। ভক্ত-দর্শকও অপেক্ষায় আছেন তার অভিনীত সেই নাটক- টেলিছবিগুলো দেখতে। এই অভিনেতার উল্লেখযোগ্য কাজের তালিকায় আছে শিহাব শাহীনের ‘জ্যাকসন বিল্লাল’ ও ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’, সাগর জাহানের ‘দূর পাহাড়’, তপু খানের ‘নীল আবরণ’, সজীব খানের ‘সঙ্গী’, মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার আমার প্রেম’। জাকিয়া বারী মম ॥ হালের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সুন্দর বচনভঙ্গি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আলাদা করে জায়গা নিয়েছেন তিনি। পছন্দের তালিকায় আছেন নির্মাতাদেরও। তাই ঈদে মমর দিকে আলাদা করে নজর থাকবে সবার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কৌশিক শংকর দাসের ‘প্রতিশোধ’, গৌতম কৈরীর ‘শেষটা একটু অন্যরকম’, মিজানুর রহমান আরিয়ানের ‘হাতে রেখে হাত’ প্রমুখ। ছবি : আরিফ আহমেদ
×