ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই ফুটবলে চায়নাকে জিততে দিল না সিরিয়া

স্বপ্ন টিকে থাকল কাতারের

প্রকাশিত: ০৭:১৩, ১৫ জুন ২০১৭

স্বপ্ন টিকে থাকল কাতারের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ান অঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে আহমাদ আল সালিহ’র শেষ মুহূর্তের গোলে চায়নার সাথে ২-২ গোলে ড্র করেছে সিরিয়া। এর ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে চাইনিজদের। তবে গ্রুপপর্বের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে পরাজিত করে কিছুটা হলেও রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রেখেছে কাতার। গ্রুপে এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে দ্বিতীয় জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল মার্সেলো লিপ্পির চীন। কিন্তু অতিরিক্ত সময়ে আল সালিহর কার্লিং ফ্রি-কিকে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি। হাতে রয়েছে মাত্র ২টি ম্যাচ। তৃতীয় স্থানে থেকে প্লে-অফ খেলা নিশ্চিত করতে হলে চায়নার সামনে সমীকরণটি অবশ্য বেশ কঠিন। বাকি দুটি ম্যাচে তো জিততেই হবে। সেইসঙ্গে অপেক্ষায় থাকতে হবে অন্য দলগুলোর পরাজয়ের দিকেও। ইতোমধ্যেই এই গ্রুপ থেকে ২০ পয়েন্ট নিয়ে রাশিয়ার টিকেট নিশ্চিত করেছে ইরান। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থেকে এখনও প্লে-অফ পজিশন ধরে রেখেছে উজবেকিস্তান। এদিকে গ্রুপ বি’তে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও জাপানের সঙ্গে বেশ ভালই লড়াই চালিয়ে যাচ্ছে ১৬ পয়েন্ট করে সংগ্রহ করা সৌদি আরব ও অস্ট্রেলিয়া। দোহায় নিজেদের মাটিতে বিশ্বকাপের নিয়মিত অংশগ্রহণ করা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কাতারের এই জয় অনেকটাই স্বস্তি এনে দেয় দেশটিতে। আট ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা কাতার এখনও তৃতীয় স্থানের স্বপ্ন দেখতেই পারে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে। তৃতীয় স্থানে থাকা দলগুলোকে নিয়ে পরবর্তীতে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের ২৫ মিনিটে আল হাইদোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় স্বাগতিক কাতার। এরপর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকরাম আফিফ। এই গোলের যোগানদাতা ছিলেন আল হাইদো। কিন্তু ৬২ ও ৭০ মিনিটে কি সুং-ইয়েং ও হোয়াং হি-চ্যাংয়ের দুই গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে কোরিয়া। তবে চার মিনিট পরেই রড্রিগো তাবাতার সহযোগিতায় আল হাইদো নিজের দ্বিতীয় গোল করলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ২০২২ বিশ্বকাপের স্বাগতিকরা। গ্রিন-সোনালী অতীত ইন্টার ইউনিভার্সিটি ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ সোনালী অতীত ফুটবল ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আগামী ১৪ জুলাই থেকে প্রাইভেট বিশ^বিদ্যালয়গুলোর অংশগ্রহণে মাঠে গড়াতে যাচ্ছে ‘গ্রিন-সোনালী অতীত ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট’। যুব সমাজকে জঙ্গী কর্মকা- ও মাদক থেকে দূরে রাখার জন্যই মূলত এই টুর্নামেন্টের আয়োজন। পাশাপাশি ফুটবলের প্রতি সবার ভালবাসা ও দেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টা থেকেই সাবেক তারকা ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ও আলোকিত মানুষ তৈরিতে সর্বদা সচেষ্ট গ্রিন ইউনিভার্সিটি একত্রিত হয়ে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করছে। টুর্নামেন্ট উপলক্ষে বুধবার মতিঝিলে অবস্থিত সোনালী অতীত ক্লাবে আয়োজক ও অংশ নেয়া ইউনিভার্সিটিগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শহীদউল্লাহ।
×